১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৪ পূর্বাহ্ণ, মে ২৪, ২০১৬
বর্ধিত মাসিক বেতন প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নেমেছেন স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অভিভাবকরা। বুধবার সকাল ৯টায় স্কলার্স হোমের সকল ক্যাম্পাসের সম্মুখে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে। সোমবার সব ক্যাম্পাসের অভিভাবকদের এক যৌথ সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি সফল করতে মঙ্গলবার শিবগঞ্জ ক্যাম্পাসের অভিভাবকরা জরুরি সভা আহ্বান করেছেন। সোমবার নগরীর শাহী ঈদগাহের একটি হোটেলে স্কলার্স হোমের সব ক্যাম্পাসের অভিভাবকদের যৌথ সভায় সভাপতিত্ব করেন সাবেক কাউন্সিলর ফজলুল আনোয়ার (আলাউর)। শেখ মোহাম্মদ আজাদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন অধ্যক্ষ শেখ সুজাত আলী রফিক, কাউন্সিলর ইলিয়াসুর রহমান ইলিয়াস, মঈনুল ইসলাম, বিষু দাস, সোহরাব আলী, তাজ উদ্দিন খান আলম ও মাকসুদুর রহমান মিনু। যৌথ সভায় বক্তারা সমন্বয় কমিটি করে অভিন্ন আন্দোলন কর্মসূচি ঘোষণার আহ্বান জানান। বছরের মাঝামাঝি সময়ে তারা অস্বাভাবিক বেতন বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বলেন, এর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ, শিক্ষার্থী ও অভিভাবকদের দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। এদিকে, শিবগঞ্জ ক্যাম্পাসের অভিভাবকরা তীব্র আন্দোলনে যেতে অভিভাবক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করেছেন। গত রোববার সকালে স্কলার্স হোমের শিবগঞ্জ ক্যাম্পাসের অভিভাবকরা মিলিত হয়ে মঈনুল ইসলামকে আহ্বায়ক, শাহানা খানমকে যুগ্ম আহ্বায়ক ও তাজ উদ্দিন খান আলমকে সদস্য সচিব করে ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। অভিভাবক ফোরাম মঙ্গলবার সকাল ৯টায় নগরীর শিবগঞ্জে সাকিল কমিউনিটি সেন্টারে জরুরি সভা ডেকেছেন। সভায় সব অভিভাবকদের মতামত নিয়ে পরবর্তী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অভিভাবক ফোরামের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D