সিলেট ৫ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২১
নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের নিষেধাজ্ঞাকে প্রত্যাহারের দাবি জানিয়ে ১০-১২জন রিকশা চালক চৌহাট্টায় আন্দোলনে নামেন। এমন খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল চৌহাট্টা এলাকা থেকে ৪জন রিকশা চালককে আটক করে। আর অন্যরা পুলিশের উপস্থিতি টেরপেয়ে পালিয়ে যায়।
সোমবার (৪ জানুয়ারি) সকালে পুলিশ এ অভিযান চালায়। তবে নগরীর জিন্দাবাজার-বন্দরবাজার-চৌহাট্টায় এলাকায় সিসিকের নিষেধাজ্ঞা নিয়ে কেউ যাতে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য সোমবার সকাল থেকে সর্তকবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সিলেট কোতোয়ালি থানার ওসি তদন্ত ইয়াছিন আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সিসিকের নির্দেশনা প্রত্যাহারের দাবি করে ১০-১২জন রিকশা চালক আন্দোলনে নামে চৌহাট্টা এলাকায়। এমন খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে ৪জন রিকশা চালককে আটক করে। এসময় অন্যরা পালিয়ে যায়। পুলিশ সর্তকবস্থায় রয়েছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd