সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ছুরিকাহত

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৬

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ছুরিকাহত

নিজস্ব প্রতিবেদক::  সিলেট নগরীর শামীমাবাদ এলাকায় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মুখে এক যুবক ছুরিকাহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেলে এ হামলার ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম আব্দুল কাদির ইসকান। তিনি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএর সাবেক শিক্ষার্থী।

স্থানীয় ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে ছুরিকাঘাতের শিকার হন আব্দুল কাদির ইসকান। একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাবিব হত্যা মামলার আসামি বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত সাগর, ইমরান সোহান, মঈনুল, সাঈমন ও বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী শাহ আলী, জুনায়েদ, আব্বাস, এনামুলসহ বেশ কয়েকজন সংঘবন্ধ হয়ে বিবিএর সাবেক শিক্ষার্থী আব্দুল কাদির ইসকানের উপর হামলা চালায়। হামলায় ছুরিকাহত হন ইসকান।

আহত ইসকানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী হাবিবুর রহমান হাবিব হত্যা মামলার আসামি সাগর, ইমরান, সোহান, মঈনুল ও সাঈমন বেশ কিছুদিন পূর্বে জামিনে মুক্তি পান। এরপর থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা চালিয়ে আসছেন তারা। এমন অভিযোগে কিছুদিন পূর্বে কয়েকজন শিক্ষার্থী সিলেট কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরিও করেন। এর জের ধরেই ইসকানের উপর হামলার ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল