সিলেট ওসমানী হাসপাতাল থেকে চিকিৎসাধীন এক রোগী নিখোঁজ

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০১৬

সিলেট ওসমানী হাসপাতাল থেকে  চিকিৎসাধীন এক রোগী নিখোঁজ

Untitled-5 copyসুনামগঞ্জ সদর উপজেলার শান্তিপুর গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী ফারুক নাহার (৩৫) গত ৬ আগস্ট সড়ক দূর্ঘটনায় আহত হন। আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ঐ দিন রাত আনুমানিক ৮.৫৫ মিনিটে ৪র্থ তলা রেজি নং- ১২৭৭৪, ৬নং ওয়ার্ডের বেড নং- এন-১ এ ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট আনুমানিক ২টায় তাকে হাসপাতালে খোঁজে পাওয়া যায় নাই। না পাওয়া আতœীয়-স্বজনসহ সব জায়গায় খোজা খোজির পরও তাকে না পাওয়া জসিম উদ্দিনের ভাই সুহেল মিয়া ৭ আগস্ট কতোয়ালী থানায় একটি সাধারণ ডাইরী করেন। যাহার নং- ৫২৬।
নিখোঁজ কালে তার পড়নে ছিল সুতি শাড়ি। গায়ের রং শ্যামলা, লম্বা আনুমানিক- ৫.১ ইঞ্চি, চুল লম্বা, কপাল ও মুখমন্ডল লম্বাটে, তিনি সুনামগঞ্জর আঞ্চলিক ভাষায় কথা বলেন।
যদি কোন সুহৃয়বান ব্যাক্তি তার সন্ধান পান তাহলে নিটকস্থ থানায় অথবা সোহেল আহমদ মোবাইল নং- ০১৭৪৯১১২২২০ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা গেল ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল