৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৬
সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলারের উপর হামলা চালিয়েছে এক বন্দী। গুরুতর আহত অবস্থায় জেলার মাসুদ পারভেজ মঈনকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কারাগারের মূল ফটকের অভ্যান্তরে এঘটনা ঘটে। এঘটনার পর কারাগার এলাকায় বন্দীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। কারাগার এলাকায় নিরাপত্ত্বা জোরদার করা হয়েছে।
কারাগার সূত্র জানায়, প্রতিদিনের মতো সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ পারভেজ মঈন প্রধান ফটকের কেছ ডেক্সে বসে বন্দীদের হিসেব করছিলেন। এসময় একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রমোদ চন্দ্র দাসও লাইনে বসা ছিল। হটাৎ কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে ঐ বন্দী কারাগারের প্রধান কারারক্ষী ও গোয়েন্দা প্রধান মাসুদ পারভেজ মঈনের মাথায় একটি লোহার পাইপ দিয়ে আঘাত করে। সাথে সাথে অন্যান্য কারক্ষীরা এগিয়ে এসে মাসুদ পারভেজ মঈনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
অন্যদিকে বন্দী প্রমোদ চন্দ্র দাসকে কারাগারের সেলে রাখা হয়েছে। দুপুরে সিলেট কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার নুর মোহাম্মদ সুহেল প্রমোদ চন্দ্র দাসকে আসামী করে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছেন।
সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো.ছগির মিয়া এঘটনার সত্যতা স্বীকার করে “নিউজসর্বশেষ২৪”কে জানান, বন্দী’র হামলায় আহত জেলার মাসুদ পারভেজ মঈনের মাথায় ৭টি সেলাই দেওয়া হয়েছে। তিনি জানান, সুনামগঞ্জের দিরাই উপজেলার একটি হত্যা মামলায় ঐ বন্দীর যাবজ্জীবন কারাদন্ড হয়। ২০০৪ সালের ১৯ মে থেকে সে সিলেট কেন্দ্রীয় কারাগারে আছে। তার কয়েদী নম্বর হচ্ছে- ৯২০৪।
এদিকে এসএমপি’র কোতোয়ালী থানার সেগেন্ড অফিসার আজিম পাটোয়ারী জানান, সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলারের উপর হামলার ঘটনায় ডেপুটি জেলার নুর মোহাম্মদ সুহেল বাদি হয়ে বন্দী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী প্রমোদ চন্দ্রের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ কারাগারের ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D