সিলেট ছাত্রদলের সভাপতি ও সম্পাদক’কে ঢাকায় তলব করল কেন্দ্রীয় ছাত্রদল

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, মে ২, ২০১৬

সিলেট ছাত্রদলের সভাপতি ও সম্পাদক’কে ঢাকায় তলব করল কেন্দ্রীয় ছাত্রদল

jcdবাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান ও আকরাম উল হাসান কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটওয়ারী মাধ্যমে সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ, জেলা ছাত্রদলের সভাপতি এডভোকেট সাঈদ আহমদ, সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সালেহ মোহাম্মদ লোকমানকে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে অনুমতি ছাড়া ভুল তথ্য দিয়ে বিভিন্ন অনলাইন ও দৈনিক পত্রিকায় প্রকাশের বিজ্ঞপ্তি দেওয়া কারণ দর্শানোর জন্য ঢাকায় তলব করেছেন কেন্দ্রীয় ছাত্রদল। কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে দেখা করতে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।
এই বিষয়য়ে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটওয়ারীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান সভাপতি ও সাধারণ সম্পাদক কি কারণে তাদের কে ডেকে পাঠিয়েছেন না নিদিষ্ট করে বলা যাচ্ছে না। তবে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে একটি সমস্য দেখা দিয়েছে যা। ছাত্রদলের সংবিধান অনুসারে কেন্দ্রীয় সভাপতি- সাধারণ সম্পাদক কোন কমিটি অনুমোদিত করলে তা কেন্দ্রীয় দপ্তর সম্পাদক প্রেস বিজ্ঞপ্তি পাঠাবেন। কিন্তু ভুল তথ্য পরিবেশন করে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের সংবাদ পরিবেশন করিয়েছেন সেই বিষয়ে ডাকা হয়েছে বলে আমি আশংকা করছি।
সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দের মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল