সিলেট ২রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৫ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০১৬
দীর্ঘ দিন যাবত অপেক্ষা করতে করতে ধর্য্যে হারা হয়ে পড়েছেন সিলেট ছাত্রদলের নেতৃবৃন্দ। পূর্ণাঙ্গ কমিটি গঠনের নেই কোন খবর। কেন্দ্রীয় ছাত্রদল কমিটি দিয়ে তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা বলেন। কিন্তু জেলা ও মহানগর কমিটির মেয়াদ প্রায় শেষ এখন খবর নেই পূর্ণাঙ্গ কমিটির। এই নিয়ে সিলেট ছাত্রদলে নেতৃবৃন্দ তাদের নিজ নিজ ফেইসবুক পোষ্টের মধ্যে দিয়ে ক্ষোভ প্রকাশ করেন। অনতিবিলম্বে তারা পূর্ণাঙ্গ কমিটি চান। নিম্নে ছাত্রদল নেতাকর্মীদের ফেইসবুক পোষ্ট তুলে ধরা হলো।
ছাত্রনেতা রজব আহমদের পোষ্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের জেলা ও মহানগরের পোষ্টেট নেতাদের উদ্দেশ্য করে বলতে চাই যে আপনারা বিগত দুই বৎসর হয়ে গেল ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি করতে পারেন নাই। তাই আমার দৃষ্টিতে আপনারা ব্যর্থ। এজন্য আপনাদের উচিত হবে খুব শিগগির পদত্যাগ করা।
ছাত্রদল নেতা হাজী দিনারের ফেইসবুক পোষ্ট হুবহুব তুলের ধরা হলো: এতো দিন শুনতাম ঈদের পরে কমিটি, তারপর শুনলাম কেন্দ্রীয় ছাত্রদলের পুর্নাঙ্গ হওয়ায় পর কমিটি, তারপর শুনলাম বিএনপি সিলেট জেলা ও মহানগর কাউন্সিল শেষ হওয়ার পর,আবার শুনলাম কেন্দ্রীয় বিএনপি কমিটি হওয়ার পর, এখন কি বিএনপি ক্ষমতায় যাওয়ার পর কমিটি করবেন???? কমিটি তো সবাই কে নিয়েই করেছেন (বিদ্রোহী -আফ্রিকা প্রবাসী – ডুবাই প্রবাসী – ইউকে প্রবাসী -ফ্রান্স প্রবাসী ও আপনাদের আনুগত্য থাকা বিগত আন্দোলন সংগ্রামে জংগলে থাকা ছাত্রনেতাদের ভালো পদ-পদবি দিছেন)তারপরও কেন এতো দেরি?না কি এখন যুবদল -স্বেচ্ছাসেবক দলের কমিটি হওয়ার পর, না কি সিলেট জেলা ও মহানগর বিএনপিতে আপনাদের পদায়ন হওয়ার পর???? দিনে দিনে মিছিলের মানুষের অংশগ্রহণ করা দেখেও কি কোন কিছুই আন্দাজ করতে পারছেন না? সিলেট ছাত্রদলের কমিটি নেই প্রায় ১৩ বছর যাবৎ, এই ১৩ বছরে সিলেট ছাত্রলীগের কমিটি ৩বার হয়ে গেছে পুলিশের নিয়োগ ২হাজার বেড়ে গেছে ছাত্রদলের নেতৃত্বে দেওয়ার লোক সেই ১৩ বছর আগে যারা ছিল তারাই রয়ে গেছে, রাজপথের ছাত্রদল পাড়া মহল্লায় ৫ মিনিটেই বিক্ষোভ মিছিল শেষ করার ছাত্রদল হয়ে গেছে, প্রতিবাদী ছাত্রদল বিবৃতি ছাত্রদল হিসেবে পরিচিতি লাভ করেছে। কবে যে আপনাদের ঘুম ভাঙ্গবে তা দেখার অপেক্ষায় সিলেট হাজারো ছাত্রদল নেতা- কর্মীরা।প্লিজ ভ্যানগার্ড খ্যাত ছাত্রদল কে ভ্যানেটি ব্যাগে পরিনত করবেন না।
আলী আকবর রাজন: এতো দিন শুনতাম ঈদের পরে কমিটি, তারপর শুনলাম কেন্দ্রীয় ছাত্রদলের পুর্নাঙ্গ হওয়ায় পর কমিটি, তারপর শুনলাম বিএনপি সিলেট জেলা ও মহানগর কাউন্সিল শেষ হওয়ার পর,আবার শুনলাম কেন্দ্রীয় বিএনপি কমিটি হওয়ার পর, এখন কি বিএনপি ক্ষমতায় যাওয়ার কমিটি করবেন???? কমিটিতে তো সবাই কে নিয়েইই করছেন (বিদ্রোহী -আফ্রিকা প্রবাসী – ডুবাই প্রবাসী – ইউকে প্রবাসী -ফ্রান্স প্রবাসী ও আপনাদের আনুগত্য থাকা বিগত আন্দোলন সংগ্রামে জংগলে থাকা ছাত্রনেতাদের ভালো পদ-পদবি দিছেন)তারপরও কেন এতো দেরি?না কি এখন যুবদল -স্বেচ্ছাসেবক দলের কমিটি হওয়ার পর না কি সিলেট জেলা ও মহানগর বিএনপিতে আপনাদের পদায়ন হওয়ার পর???? দিনে দিনে মিছিলের মানুষের অংশগ্রহণ করা দেখেও কি কোন কিছুই আন্দাজ করতে পারছেন না? সিলেট ছাত্রদলের কমিটি নেই প্রায় ১৩ বছর যাবৎ, এই ১৩ বছরে সিলেট ছাত্রলীগের কমিটি ৩বার হয়ে গেছে পুলিশের নিয়োগ ২হাজার বেড়ে গেছে ছাত্রদলের নেতৃত্বে দেওয়ার লোক সেই ১৩ বছর আগে যারা ছিল তারাই রয়ে গেছে, রাজপথের ছাত্রদল পাড়া মহল্লায় ৫ মিনিটেই বিক্ষোভ মিছিল শেষ করার ছাত্রদল হয়ে গেছে, প্রতিবাদী ছাত্রদল বিবৃতি ছাত্রদল হিসেবে পরিচিতি লাভ করেছে। কবে যে আপনাদের ঘুম ভাঙ্গবে তা দেখার অপেক্ষায় সিলেট হাজারো ছাত্রদল নেতা- কর্মীরা।প্লিজ ভ্যানগার্ড খ্যাত ছাত্রদল কে ভ্যানেটি ব্যাগে পরিনত করবেন না।কপি ঃছাএনেতা হাজী দিনার
ছাত্রদল নেতা বদরুল ইসলাম: আমরা ছাএদলের কর্মী! না কর্মচারী!! কর্মী হলে পদ দিন কর্মচারী হলে বেতন দিন, ্্্্্
সুহেল ইবনে রাজা: এতো দিন শুনতাম ঈদের পরে কমিটি, তারপর শুনলাম কেন্দ্রীয় ছাত্রদলের পুর্নাঙ্গ হওয়ায় পর কমিটি, তারপর শুনলাম বিএনপি সিলেট জেলা ও মহানগর কাউন্সিল শেষ হওয়ার পর,আবার শুনলাম কেন্দ্রীয় বিএনপি কমিটি হওয়ার পর, এখন কি বিএনপি ক্ষমতায় যাওয়ার পর কমিটি করবেন???? কমিটি তো সবাই কে নিয়েই করেছেন (বিদ্রোহী -আফ্রিকা প্রবাসী – ডুবাই প্রবাসী – ইউকে প্রবাসী -ফ্রান্স প্রবাসী ও আপনাদের আনুগত্য থাকা বিগত আন্দোলন সংগ্রামে জংগলে থাকা ছাত্রনেতাদের ভালো পদ-পদবি দিছেন)তারপরও কেন এতো দেরি?না কি এখন যুবদল -স্বেচ্ছাসেবক দলের কমিটি হওয়ার পর, না কি সিলেট জেলা ও মহানগর বিএনপিতে আপনাদের পদায়ন হওয়ার পর???? দিনে দিনে মিছিলের মানুষের অংশগ্রহণ করা দেখেও কি কোন কিছুই আন্দাজ করতে পারছেন না? সিলেট ছাত্রদলের কমিটি নেই প্রায় ১৩ বছর যাবৎ, এই ১৩ বছরে সিলেট ছাত্রলীগের কমিটি ৩বার হয়ে গেছে পুলিশের নিয়োগ ২হাজার বেড়ে গেছে ছাত্রদলের নেতৃত্বে দেওয়ার লোক সেই ১৩ বছর আগে যারা ছিল তারাই রয়ে গেছে, রাজপথের ছাত্রদল পাড়া মহল্লায় ৫ মিনিটেই বিক্ষোভ মিছিল শেষ করার ছাত্রদল হয়ে গেছে, প্রতিবাদী ছাত্রদল বিবৃতি ছাত্রদল হিসেবে পরিচিতি লাভ করেছে। কবে যে আপনাদের ঘুম ভাঙ্গবে তা দেখার অপেক্ষায় সিলেট হাজারো ছাত্রদল নেতা- কর্মীরা।প্লিজ ভ্যানগার্ড খ্যাত ছাত্রদল কে ভ্যানেটি ব্যাগে পরিনত করবেন না।
আব্দুল হাছিব: সিলেট ছাত্রদলের সোনালী ইতিহাস রয়েছে ,কিন্তু এ ইতিহাস আজ বিলুপ্তির পথে ! ১৪বছরে ও একটি পূর্নাঙ্গ কমিটি নাই সিলেট জেলা ও মহানগরে ?কেনো হাজার হাজার নেতাকর্মির রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে চলছে ছিনিমিনি খেলা ? সিলেটের ছাত্রদলের নেতাকর্মীদের ছাত্রদল করার কি অধিকার নাই ? কেন্দ্রীয় ছাত্রদল ঢাকার বাইরে একটি ও কমিটি দিতে পারে নাই ! এ বিষয়টি তারুন্যের অহংকার ,বিএনপির সিনিয়র ভাইসচেয়ারম্যান তারেক রহমানের নজরে দেওয়ার জন্য সবার প্রতি আহবান ।
আরো বিভিন্ন আইডি থেকে পোষ্ট দেওয়া হয়েছে যে গুলো খুজে পেলে আবার নিম্নে তুলে ধরা হবে।
আর যে সকল নেতা কর্মীরা এই পোষ্ট গুলো দিচ্ছে তারা সকলেই অতিথে সিলেট রাজপথের আন্দোলনের সাহসী ভূমিকা রেখে গিয়েছেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd