সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদকদের বিবৃতি

প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৬

সিলেট জেলা ও মহানগর  ছাত্রদলের যুগ্ম সম্পাদকদের বিবৃতি

Sylhet JCD--16.07.16২৭ সেপ্টেম্বর ২০১৬, মঙ্গলবার: কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও সিলেট জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদের উপশহরস্থ বাসায় দূর্বৃত্তদের ককটেল হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, উপশহরের অত্যন্ত সুরক্ষিত এলাকায় ‘স্প্রীং টাওয়ার’ অবস্থান হওয়া সত্বেও সেখানে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে যা অত্যান্ত নিন্দনীয়। যারা এই নিন্দনীয় হামলা চালিয়ে গুলাপানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে তাদের খুব শীঘ্রই ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধাভাবে খুজে বের করে দাত ভাঙ্গা জবাব দিবে। নেতৃদ্বয় অবিলম্বে ছাত্রদল সভাপতির বাসায় হামলাকারী দূর্বৃত্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
এদিকে, মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দিকি খালেদ’র বাসায় পুলিশের তল¬াশী নিন্দা ও কারাগারে আটক অসুস্থ সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না, মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন রুবেল, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হাফিজ রানা, মহানগর ছাত্রদলের সদস্য আবু সাঈদ খান সাজু সহ কারাগারে আটক সর্বস্থরের নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবী জানান।
নেতৃবৃন্দ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের অন্যতম সদস্য ও সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লোকমানের উপর দায়ের কৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন।
বিবৃতি দাতাগণ হলেন: মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য আব্দুর রকিব চৌধুরী, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মকসুদ আহমদ, আফছর খান, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক লিটন কুমার দাস নান্টু, এমদাদুল হক স্বপন, উমেদুর রহমান উমেদ, এম.এ.মতিন, সৈয়দ সারোয়ার রেজা, মির্জা সম্রাট, জাহেদ মাহমুদ তুহিন, আবু তাহের, সিহাব উদ্দিন আহমেদ শিহাব, সাহেদ সিরাজ, রেজোয়ান আহমদ, মনজ দেব, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম সাজু, আলতাফ হোসেন সুমন, গোলাম মাহমুদ আজম, রজব আহমদ, লায়েক আহমদ, আহমেদ জিলু, সেলিম আহমদ সেলু, আবু রক্কর সিদ্দিকী বাবু, অলিউর রহমান অলি, মহানগর ছাত্রদলের যুগ্ন-সম্পাদক এমদাদ বক্স, ফখরুল ইসলাম রুমেল, হুমায়ুন কবির সুহিন, মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম লয়লূ।
সিলেট মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক জামিল আহমদ তালুকদার স্বাক্ষরিত এক বিবৃতিতে নেতৃবৃন্দ এই দাবী জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল