৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৬
নিজস্ব প্রতিবেদক:: সিলেট জেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন লুৎফুর রহমান। সিলেটের বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আওয়ামী লীগ দলীয় এই প্রার্থী বিশাল ব্যবধানে বিজয়ী হওয়ার খবর পাওয়া গেছে।
তবে ১৫ টি কেন্দ্রের হিসেব এখনো পাওয়া না যাওয়ায় কে কত ভোট পেয়েছেন তা নিশ্চিত হওয়া যায় নি। যে কয়েকটি কেন্দ্রের হিসেব মিলেছে তাতেই লুৎফুর রহমানের বিজয় নিশ্চিত হয়েছে। লুৎফুরের নিকটতম প্রতিদ্বন্দ্বি ডা. এনামুল হক সর্দার।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আনারস প্রতীকে লুৎফুর রহমান পেয়েছেন পেয়েছেন ৭৯৬টি ভোট আর কাপ-পিরিচ প্রতীক নিয়ে এনামুল হক সরদার পেয়েছেন ৫৫৩ ভোট।
নগরীর মদন মোহন কলেজ কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ১০৪। এর মধ্যে ভোট প্রদান করেছেন মোট ১০৩ জন ভোটার। ওই কেন্দ্রে আনারস প্রতীকে লুৎফুর রহমান পেয়েছেন ৭৭টি ভোট, কাপ-পিরিচ প্রতীক নিয়ে অধ্যক্ষ ড. এনামুল হক সর্দার পেয়েছেন ১৬টি ভোট, ঘোড়া প্রতীক নিয়ে সাবেক আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন লালা পেয়েছেন ১০ ভোট। অপর প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী জাপা নেতা মোহাম্মদ ফখরুল ইসলাম (মোটরসাইকেল প্রতীক) কোনো ভোট পাননি।
জকিগঞ্জে লুৎফুর রহমান পেয়েছেন ৬২ ভোট, এনামুল হক পেয়েছেন ৩২ ভোট।
বিয়ানীবাজারে লুৎফুর রহমান পেয়েছেন ৬৫ ভোট, এনামুল হক পেয়েছেন ৩৯ ভোট।
কানাইঘাটে লুৎফুর রহমান পেয়েছেন ৪৯ ভোট, এনামুল হক পেয়েছেন ৪৩ ভোট।
গোলাপগঞ্জে লুৎফুর রহমান পেয়েছেন ৫৫ ভোট, এনামুল হক পেয়েছেন ৩৫ ভোট।
ফেঞ্চুগঞ্জে লুৎফুর রহমান পেয়েছেন ৪২ ভোট, ড. এনামুল হক সর্দার পেয়েছেন ১৬ ভোট।
বিশ্বনাথে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট লুৎফুর রহমান ৫৩টি ভোট পেয়ে জয়লাভ করেন।
কাপ-পিরিচ প্রতীক নিয়ে অধ্যক্ষ ড. এনামুল হক সর্দার পেয়েছেন ৫০টি ভোট, ঘোড়া প্রতীক নিয়ে সাবেক আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন লালা পেয়েছেন মাত্র ১ ভোট। অপর প্রার্থী মোটরসাইকেল প্রতীক নিয়ে যুক্তরাজ্য প্রবাসী জাপা নেতা মোহাম্মদ ফখরুল ইসলাম কোনো ভোট পাননি।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D