সিলেট জেলা পরিষদ নির্বাচনে সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর মেয়ে রুবা

প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০১৬

সিলেট জেলা পরিষদ নির্বাচনে সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর মেয়ে রুবা

মানুষের কল্যাণে নিবেদিত হওয়ার জন্য আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ১, ২ ও ৩নং ওয়ার্ডে সম্ভাব্য সদস্য প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী সিলেটের কৃতি সন্তান দেওয়ান ফরিদ গাজীর সুযোগ্য কন্যা এ.জেড রওশন জেবীন রুবা।
সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ.জেড রওশন জেবীন রুবা ওয়ার্ডবাসীর সেবার প্রত্যয় নিয়ে ইতোমধ্যে ব্যাপক প্রচার প্রচারণা ও গণসংযোগের মাধ্যমে ভোটারদের সাথে কুশল বিনিময় করে যাচ্ছেন।
প্রার্থী হওয়ার প্রেক্ষাপট সম্পর্কে রুবা বলেন, আমার বাবা মরহুম দেওয়ান ফরিদ গাজী যিনি মৃত্যুরপূর্ব মুহুর্ত পর্যন্ত বৃহত্তর সিলেটবাসীর সহিত সুখ দুঃখে সব সময় পাশে ছিলেন। আমি আমার বাবার সেই আদর্শ অনুসরন করে, সকলের দোয়া ও আশির্বাদ নিয়ে আসন্ন জেলা পরিষদ নির্বচনে ১,২ ও ৩ নং ওয়ার্ডে সংরক্ষিত নারী সদস্য পদে একজন প্রার্থী হওয়ার ঘোষনা দিয়েছি। আমার বাবা দেওয়ান ফরিদ গাজী সারা জীবন মানুষের জন্য কাজ করে গেছেন। বাবার মতো মানুষের কল্যাণের লক্ষ্যে আন্তরিকতার সাথে কাজ করার ইচ্ছে ও প্রচেষ্টা রয়েছে আমার।
সেই দৃষ্টিভঙ্গি থেকে এলাকার মানুষের ভাগ্যোন্নয়নে তার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার লক্ষ্যে তিনি প্রার্থীতা ঘোষণা করেছেন। তিনি বিভিন্ন এলাকায় গিয়ে উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, কাউন্সিলর ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ওয়ার্ডের মেম্বারদের সমর্থন আদায় ও তাদের সহানুভূতি পাওয়ার জন্য অবিরাম কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে তিনি ভোটারদের ব্যাপক সাড়া পেয়েছেন। তার প্রার্থীতা ঘোষনায় সাধারণ মানুষসহ ভোটারাও আনন্দিত হয়েছেন।
রুবা আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল