সিলেট ডিবেট ফেডারেশন এর ইফতার মাহফিল সম্পূর্ন।

প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, জুন ১৭, ২০১৬

সিলেট ডিবেট ফেডারেশন এর ইফতার মাহফিল সম্পূর্ন।

সিলেট ডিবেট ফেডারেশন এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়। ফেডারেশন এর সভা-পতি মো:মাজহারুল বিল্লাহ লোচনের সভা-পতিত্বে এবং তানভীর রেজা খানের পরিচালনায় উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ডিবেট ফেডারেশন এর সম্মানিত মডারেটর আইনজীবী এডভোকেড শাকী শাহ ফারদী,বাংলাদেশ ডিবেট ফেডারেশন এর সিলেট বিভাগীয় সদস্য সচিব ধ্রুব রঞ্জন রায়,ইশতিয়াক হোসেন মুন্সি সাবেক বিতার্কিক সাস্ট। শামীম আল আজিজ লেলিন,সাবেক বিতার্কিক, প্রভাষক নর্থ-ইস্ট বিশ্ববিদ্যালয়। অরুপ দাস,শিক্ষক,ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ। শেখ শিব্বির হোসেন,সাবেক চেয়ারম্যান এস ডি এফ,চেয়ারম্যান স্বপ্নবাংলা গ্রুপ,বোর্ড অব ডিরেক্টর রিয়াদ মাহমুদ,হাসনাত সোহান,রাকিবুল হাসান সাজন,তুহিন মাধারণ সম্পাদক এস ডি এফ, রেদোয়ান আহমদ সহ সভা-পতি এস ডি এফ, মফিজুর রহমান মফি যুগ্ম সাধারণ সম্পাদক এস ডি এফ,আশিকুজ্জামান শাওন সহ সভা-পতি এস ডি এফ,বাপ্পি সহ-সম্পাদক,এশা সাবেক সাধারণ সম্পাদক এস,ডি,এফ, ফরহাদ আহমদ,আনিস মিয়া সহ বিভিন্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের বিতার্কিক বৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা ও ইফতার মাহফিলে সংগঠনের পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। সভা পতি’র বক্তব্যে জনাব,লোচন বলেন সিলেট অঞ্চলে বির্তকের চর্চাকে সুদূর প্রসারি করতে এস,ডি,এফ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।ঈদের পর সিলেট বিভাগের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজে এস,ডি,এফ বাংলা এবং ইংরেজী বির্তকের উপর ওয়ার্কশপ পরিচালনা করবে।13479443_280600192285874_1107973283_n

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল