১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০১৬
১১ সেপ্টেম্বর ২০১৬, রবিবার: পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে সিলেট নগরী ও আশপাশ এলাকায় বসেছে প্রায় অর্ধশত অবৈধ পশুর হাট। শাসকদলের নেতাকর্মীরা এসব হাট বসিয়ে বেআইনীভাবে চাঁদা আদায় করছেন। প্রয়োজনে তারা বিরোদী দলীয় নেতাকর্মীদের সাথেও হাত মিলিয়েছেন। সিলেট সিটি এলাকায় বৈধ দু’টি হাট থাকলেও একটিতে দখল পায়নি সিটি কর্তৃপক্ষ। সেটি হচ্ছে মাছিমপুরের কয়েদী হাওর মাঠ এলাকা। ইজারাদারের কাছ থেকে এটিও দখলে নিয়ে গেছে শাসকদলের অ-ইজারাদার নেতাকর্মীরা। এখন একমাত্র কাজিরবাজার ছাড়া বাকি সব ক’টি পশুর হাট অবৈধ বলে সিলেট সিটি কর্র্তৃপক্ষ জানিয়েছে। সিলেট নগরী ও তৎপার্শ্ববর্তী এলাকায় যে সব অবৈধ পশুর হাট বসানো হয়েছে, এগুলোর মধ্যে টিলাগড় পয়েন্টে মহানগর আওয়ামী লগি নেতা সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ও আওয়ামীলীগের উপ সম্পাদক রনঞ্জিত সরকারের পশুর হাট। টিলাগড় কল্যাণপুরে যুবলীগের হেরোইন সম্রাট কবিরের গরুর হাট। নগরীর ভিআইপি রোড রিকাবীবাজার পয়েন্টে মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি’র বিরাট গরু ছাগলের হাট। নগরীর মাছিমপুরে বসানো হয়েছে দুটি অবৈধ পশুর হাট। এর একটি আওয়ামী কাউন্সিলর মোস্তাক আহমদ,জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফসর আজিজ ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের কাউন্সিলর আফতাব এবং যুবলীগ নেতা শামীম ইকবালের বিরাট আয়তনের পশুর হাট। মাছিমপুরে অপরটি হচ্ছে মামা আনোয়ার খন্দোকার ও যুবলীগ নেতা কালামের পশুর হাট। নগরীর সুবিদবাজার এলাকায় সিলেট-সুনামগঞ্জ রোড জুড়ে যুবলীগের শাহেদ, কাশেম, সুমন ও আশরাফের অবৈধ পশুর হাট। নগরীর কুমারপাড়া পয়েন্টে শাসকদলের জুবের আহমদ চৌধুরী ও মনসুরের অবৈধ পশুর হাট। নগরীর বালুচরের অনন্দ মাঠে নেতৃত্ব দিচ্ছেন মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মুশফিক জায়গীরদার ও প্রজন্মলীগের মুরাদের অবৈধ পশুর হাট। নগরীর পাঠানটুলা, লাভলীরোড জুড়ে ছাত্রলীগ নেতা শাফায়েত-এর বিরাট গরু-ছাগলের হাট। শাহজালাল বিশ্ববিদ্যালয় গেটে শাবিছাত্রলীগের বিরাট পশুর হাট। এছাড়াও নগরী শাহী ইদগাহ খেলারমাঠে সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আশফাক আহমদের অবৈধ পশুর হাট এবং শাহপরান মাজার এলাকায় চেয়ারম্যান অ্যাডভোকেট আফসর উদ্দিনের অবৈধ পশুর হাট। আখালিয়ায় বিজিবি মাঠে আওয়ামী নেতা বাবলু ওরফে মেলা বাবলু ও পারভেজের পশুর হাট।এসব হাটে বিক্রিত পশু হতে হাসিল আদায় করা হলেও সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। ঈদ উপলক্ষে শাসকদলের নেতাকর্মীরা সিলেট নগরীর যত্রতত্র পশুর হাট বসিয়ে পরিবেশ বিনষ্ট করার পাশপাশি সরকারের রাজস্ব লুটে নিচ্ছেন। এভ্রপারে কর্তৃপক্ষের আশু সুদৃষ্টি কামনা করছেন সচেতন নগরবাসী।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D