13515313_284440188568541_145833337_nসিলেট নগরীর সুবিধা বঞ্চিত শিশুদের সাথে পবিত্র রমজানের অফুরন্ত খুশি ভাগাভাগি করে নিতে সামাজিক সংগঠন ইগ্নিয়াস ওয়ারিওরের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নগরীর উপশহরস্থ শাহজালাল কনভেনশন হলে ইফতার মাহফিলটি শুরু হয়। প্রেসিডেন্ট বাদল চৌধুরীর সভাপতিত্বে ও ভাইস প্রেসিডেন্ট কাজী তাসনিমা আক্তার আনিকার পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ প্রবাসি কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভা-পতি এডভোকেট মুফতি আব্দুর রহমান চৌধুরী, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃ- বিজ্ঞানের সহকারী অধ্যাপক সঞ্জয় কৃষন, সিলেট জেলা প্রেসক্লাবের সহ সভাপতি ওয়েছ খুসরু, সাধারন সম্পাদক শাহ্ দিদার আলম নোবেল, হৃদয়ে ৭১ ফাউন্ডেশন এর চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী উজ্জ্বল,সিলেট জেলা প্রেস ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফয়সাল আহমেদ মুন্না,ইব্রাহীম আহমদ জেসি,সিলেট সাইক্লিং কমিউনিটির মোডারেটর আরিফ আখতারুজ্জামান, জালালাবাদ প্রবাসি কল্যাণ পরিষদ সিলেট জেলা’র সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফি, সৈয়দ সোহাগ সহ প্রমুখ এছাড়া ইগ্নিয়াস ওয়ারিওরের ফাউন্ডার রায়হান ইসলাম, ম্যানেজমেন্ট টিমের উপস্থিত ছিলেন সভাপতি শাহিদুল আলম, নাঈম ফারাবী, এস এম এ শুভ, আলী এস আপন, রাতুল ধর, আকাশ সাহা, আক্তার হোসেন, হুরে জান্নাত, আশরাফুল ইসলাম, এক্সিকিউটিভ মেম্বার দিলশাদ,আইভি, পাভেল, রুবেল, নুজহাত, অনুপ,ঈশান সহ প্রমুখ । উল্লেখ্য যে, ইগ্নিয়াস ওয়ারিওর একটি সামাজিক সংগঠন যারা সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের জন্যে অবিরাম কাজ করে যাচ্ছে। আর তার ই ধারাবাহিকতায় এবারের আয়োজিত ইফতারে ২০০ সুবিধাবঞ্চিত শিশু সহ উক্ত অনুষ্ঠানে ৫৫০ জন অংশ নেন।যাতে ইফতারে একজন সুবিধা বঞ্চিত শিশুর সাথে একজন চেইঞ্জার হিসেবে ইফতার করেন।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.