২রা জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, মে ২৫, ২০২২
সিলনিউজ বিডি ডেস্ক :: সিলেট নার্সিং কলেজের স্টুডেন্টস ওয়েলফেয়ার অর্গানাইজেশন (এসডব্লিউও) এর নতুন কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দকে বরণ করে নিয়েছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা।
বুধবার দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে এসডব্লিউও নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন বিএনএ সভাপতি শামিমা নাছরিন, সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোলেমান আহমদ ও সাংগঠনিক সম্পাদক অরবিন্দু চন্দ্র দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বিএনএ ওসমানী হাসপাতাল শাখার সভাপতি শামিমা নাছরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক বলেন, নার্সিং একটি মহৎ পেশা। আজকের নার্সিং স্টুডেন্টরা পড়ালেখা শেষ করে মানবসেবায় নিজেদেরকে উৎসর্গ করবে। পেশাগত জীবনে যাতে সফল হতে পারে সেজন্য তাদেরকে পড়ালেখায় মনোযোগী হতে হবে।
এসডব্লিউও এর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সভাপতি মঈন আল শ্রাবন, সিনিয়র সহ সভাপতি শ্যামল সরকার, সাধারণ সম্পাদক বন্যা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহনা ঘোষ, সাংগঠনিক সম্পাদক নিঠু কুমার দাস, কোষাধ্যক্ষ অর্পিতা কর্মকার, আনাছ হোসেন শাকিব ও সুজিনা বেগম, প্রচার সম্পাদক সুকান্ত শীল, ধর্ম বিষয়ক সম্পাদক ইয়াসমিন আক্তার জুহি, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শ্যামা আক্তার শীলা, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হৃদয় চক্রবর্ত্তী, সহ তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক অর্ণব কর্মকার ও কাজী রাজিউদ্দীন, সহ আবাসন শিক্ষার্থী কল্যাণ বিষয়ক সম্পাদক বিপাশা আক্তার ঝুমি, কার্যকরী সদস্য উম্মে হাবিবা, রাবেয়া, মোজাম্মেল হোসাইন।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D