১লা জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৬
সিলেট প্রধান ডাকঘরের সম্মুখস্থল হকারমুক্ত রাখতে সিলেট প্রধান ডাকঘর মিলনায়তনে মহানগর আ’লীগ সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের সাথে বন্দরবাজার ব্যবসায়ী ও ডাকঘর কর্তৃপক্ষ এক মতবিনিময়ে মিলিত হন।
সিলেট প্রধান ডাকঘরের সহকারি পোস্ট মাস্টার (জেনারেল) মো. নুরুল হক’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বলেন, সরকারের সম্পদ রক্ষণা-বেক্ষণের দায়িত্ব আমাদের সকলের। সরকারি প্রতিষ্ঠানকে কেন্দ্র করে কেউ বাণিজ্য করবে, তা হবে না।
সিলেট প্রধান ডাকঘর সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করে আসছে। এই প্রতিষ্ঠানের সুন্দর্য রক্ষা এবং আগত গ্রাহকদের নির্দ্বিধায় প্রবেশ-বাহিরের ব্যবস্থা করণের সু-ব্যবস্থায় কর্তৃপক্ষ ফুলের টব লাগিয়েছেন তা প্রশংসার দাবীদার।
হকারমুক্ত রাখতে আপনাদের প্রতিটি উদ্যোগে আমাদের সমর্থন এবং সহযোগিতা থাকবে।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আতিকুর রহমান, বেলাল আহমদসহ ব্রক্ষময়ী বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ, পোস্ট অফিসের এপিএমবৃন্দ, পোস্ট অফিস পরিদর্শক এপিএম আবদুল মালিক, পোস্ট অফিস কর্মচারী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দুলন রঞ্জন দেব, মুজিবুর রহমান খান পাঠানসহ সর্বস্থরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D