২রা জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০
আমাদের সমাজের কিছু অমানবিক ব্যবহার বড়ই বেদনাদায়ক ! শারীরিক নির্যাতন সম্পর্কে আমাদের সকলেরই ধারণা রয়েছে এবং দৈহিকভাবে কাউকে আক্রমণ করা বা হিংসাত্মক মনোভাব নিয়ে অমানবিক আচরন হয়তো প্রায়ই রাস্তা ঘাটে আমাদের চোখে পড়লেও ঝামেলা মনে করে অনেক সময় প্রতিবাদ করা হয়না। কার খবর কে রাখে !!
এই ঘটনাটি আজ ১৭ জুন বুধবার সিলেট রিকাবিবাজার পয়েন্টে বেলা ১২.৩০ মিনিট এর সময় ঘটে। জনৈক পিকাপ ভ্যান চালক অস্বাভাবিক ভাবে মার ছিলো একজন রিকশা চালককে। রিকশা চালকের অপরাধ সে হাত উচিয়ে পিকাপ চালকের আগে রাস্তা অতিক্রম করতে চেয়েছে। তাই পিকাপ চালক তার গাড়ি থামিয়ে তেড়ে আসে রিকশা চালকের দিকে এবং তাকে অকথ্য ভাষায় গালাগাল দেয়। একপর্যায়ে রিকশা চালক কে অস্বাভাবিক ভাবে মেরে রক্তাক্ত করে ওই পিকাপ চালক । ঘটনাটি প্রতিবাদ না করে দাড়িয়ে উপভোগ করছিলো পথচারীরা। এমন অমানবিক ঘটনা লক্ষ্য করে এগিয়ে আসেন বাংলাদেশ হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন সিলেটের প্রেসিডেন্ট সৈয়দ সাইদুল ইসলাম দুলাল। তিনি এ বিষয়টির প্রতিবাদ করেন এবং সিলেট কোতোয়ালী মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার নির্মল চক্রবর্তীকে বিষয়টি জানান। তৎক্ষনাত সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এর নির্দেশে কৌশিক নামে এক পুলিশ কর্মকর্তা ঘটনা স্থলে উপস্থিত হন এবং আহত রিকশা চালকের চিকিৎসা সহ আইনানুগ ব্যবস্থা গ্রহন করেন। এমন আন্তরিক ভাবে দায়িত্ব পালনের জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশ এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে উপস্থিত জনসাধারণ।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D