২৯শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৬
২৫ অক্টোবর ২০১৬, মঙ্গলবার: টিকেট না পাওয়াকে কেন্দ্র করে সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার ও স্টেশন মাস্টারকে কয়েক জন সেনা সদস্য মারপিট করেছে । এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা রেলপথ ঘেরাও করেছে। এতে করে চট্টগ্রামগামী উদয়ন ও ঢাকাগামী পারাবত এক্সপ্রেস সিলেট রেলস্টেশনে আটকা পড়েছিল। মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায় পরিস্থিতি স্বাভাবিক করতে জেলা প্রশাসক জয়নাল আবেদীনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছেন।
ঘটনাস্থলে থাকা সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুর রহমান চৌধুরী বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে। সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলছে।
রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, রাত সোয়া ৯টার দিকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের টিকেট না পেয়ে কর্মকর্তাদের মারপিট করে কয়েকজন সেনা । এতে আহত হন স্টেশন ম্যানেজার আব্দুর রাজ্জাক, স্টেশন মাস্টার কাজি শহিদুর রহমান, সহকারী স্টেশন মাস্টার আবু নাসের মো. রাসেল। তাদের রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই বিয়য়ে জিআরপি থানার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, সিলেট সেনা ক্যাম্পের উর্ধ্বতন অফিসারের হস্থক্ষেপে শান্ত রয়েছে। সিলেট সেনা ক্যাম্পের কয়েকজন সদস্য সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার ও স্টেশন মাস্টারকে কয়েক জন সেনা সদস্য মারপিট করেছে। তদন্ত অব্যহত রয়েছে।
বিস্তারিত আসছে……………..
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D