সিলেট লাল-সবুজের পারাবতে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৬

সিলেট লাল-সবুজের পারাবতে  কাটা পড়ে যুবকের মৃত্যু

14199393_1746315752274460_5801802616161928416_nসিলেটের দক্ষিণ সুরমার লালমাটিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। সৌরভ চক্রবর্তী (২৮) নামের ওই যুবক নগরীর বারুতখানা এলাকার সুভাষ চক্রবর্তীর ছেলে।শনিবার বিকেল ৩টায় ঢাকা থেকে আসা পারাবত এক্সপ্রেসের নিচে কাটা পড়ে মারা যান তিনি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমার লালমাটিয়া এলাকায় রেললাইনে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন সৌরভ চক্রবর্তী। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেসে কাটা পড়ে তার মৃত্যু হয়।14232647_1746315805607788_7606587512295409763_n

লাল-সবুজে রাঙ্গানো পারাবত এক্সপ্রেস গতকাল শুক্রবার উদ্বোধন হয়েছে।

খবর পেয়ে জিআরপি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

জিআরপি থানার এসআই আবদুল মতিন  জানান, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হবে

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল