১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০১৭
আমির হোসেন সাগরঃ সিলেট সদর উপজেলার খিত্তারগাঁও গ্রামের সমাজসেবী মঈনুল রেজা লাহিনের উপর সন্ত্রাসী হামলা ও অপহরণকারীদের বিরুদ্ধে মোগলগগাঁও ইউনিয়ন বাসীর উদ্যোগে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন ১ ফেব্রুয়ারী বুধবার বিকেলে সিলেট-সুনামগঞ্জ সড়কের পশ্চিম সদর উচ্চ বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরণ মিয়ার সভাপতিত্বে এবং তরুণ সমাজসেবী এম. দেলওয়ার হোসেন ও কামরান উদ্দিন অপুর যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা এডভোকেট নুরে আলম সিরাজী, সদর উপজেলা আওয়ামীলীগে নেতা শাহজাহান মিয়া, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি উস্তার আলী, আওয়ামীলীগ নেতা আনছার আলী, শানুর মিয়া, আশিক মিয়া, বিশিষ্ট মুরব্বী ফটিক মিয়া, আব্দুল হান্নান, শওকত মিয়া, দুদু মিয়া, আব্দুল মুতলিব, মুজিবুর রহমান মুন্সি, হেকিম শাহ আব্দুল কাদির, বাদশাহ মিয়া, আহমদ আলী, ইমাদ মিয়া, শাহ মকসুদ আহমদ, রফিক মিয়া, সিরাজ মিয়া, মেম্বার ফজলু মিয়া, সিরাজ মিয়া, জালাল আহমদ, মনির উদ্দিন, যুবলীগ নেতা তাজ উদ্দিন, যুব সমাজের মধ্যে আলী আহমদ, রেদওয়ান আহমদ, আবদাল হোসেন নাহিদ, লিটন আহমদ, কয়েছ আহমদ, বদর, খোকন আহমদ, আব্দুল আলী, এমরান আহমদ, শাহ সুলেমান আহমদ সালমান প্রমুখ। মানববন্ধনে বক্তারা মঈনুল রেজা লাহিনের উপর সন্ত্রাসী হামলা ও অপহরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অনতিবিলম্বে অপহরণকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান। অন্যথায় এলাকাবাসী কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D