২৭শে মে, ২০২২ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৬
২৭ অক্টোবর ২০১৬, বৃহস্পতিবার: সিলেট সহ সারাদেশে বৃহস্পতিবার ভোর থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। হেমন্তের মাঝামাঝি সময়ে হঠাৎ এ বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে নগরবাসী। সকালে স্কুল-কলেজ ও অফিসগামী অনেকেই কাকভেজা হয়ে গন্তব্যে পৌঁছান। এ ছাড়া বৃষ্টির কারণে যানবাহন কম থাকায় বিপাকে পড়তে হয়েছে যাত্রীদের। হেমন্তের পর আসবে শীতকাল। এ জন্য অনেকেই বলছেন, এ বৃষ্টিদে শীতের আমেজ বয়ে যাবে।
এদিকে বুধবার আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় কায়ান্টের প্রভাবে বৃহস্পতি ও শুক্রবার সারাদেশের আকাশ কিছুটা মেঘলা থাকবে। এ সময় হালকা বৃষ্টি হতে পারে। খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে হালকা বা ভাব বৃষ্টিপাতও হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘কায়ান্ট’ সামান্য পশ্চিম, দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার একই এলাকায় অবস্থান করছিল। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, পায়রা, মংলা সমুদ্রবন্দর ও কক্সবাজারকে বুধবার পর্যন্ত ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D