সিলেট সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে যুবক আটক

প্রকাশিত: ৭:২৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১, ২০১৬

সিলেট সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে যুবক আটক

sy20160829031635০১ নভেম্বর ২০১৬. মঙ্গলবার: সিলেটে সীমান্তে ভারতে অবৈধ অনুপ্রবেশ করে বাংলাদেশে ফেরত আসার সময় সাইফুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫)।

সোমবার (৩১ অক্টোবর) বিকেলে সীমান্তের ১২৬৩ নং মেইন পিলারের তিন নম্বর সাব পিলার সংলগ্ন নয়াবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সাইফুল গোয়াইনঘাট উপজেলার ভিতরগুল গ্রামের আব্দুল আজিজের ছেলে।

সিলেট বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির নায়েক হাফিজুল ইসলাম জানান, দুপুরে ভারতে অবৈধ অনুপ্রবেশ করেন সাইফুল। বর্ডার ক্রস করে ফেরার পথে তাকে আটক করা হয়। তার কাছ থেকে দুই হাজার ৭শ ৫০ রুপি জব্দ করা হয়। সন্ধ্যায় তাকে গোয়াইনঘাট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল