সিসিক কর্তৃপক্ষকে আলটিমেটাম

প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, মে ৮, ২০১৬

সিসিক কর্তৃপক্ষকে আলটিমেটাম

cccsikসিলেট সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ডের ছড়ারপার এলাকায় সিটি কর্পোরেশনের মালিকানাধীন ডাস্টবিনের ভূমিতে দেওয়াল নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।  এলাকার শত শত লোক জমায়েত হয়ে ডাস্টবিনের জায়গা দখল করে নির্মিত দেয়াল ভেঙ্গে ফেলতে উদ্যত হন। এসময় কাউন্সিলরসহ মুরব্বীয়ানরা তাদের নিবৃত্ত করেন। এসময় সিসিক কর্তৃপরে প্রতি আলটিমেটাম ছুড়ে দিয়ে বলা হয় অভিলম্বে তারা যদি এলাকাবাসীর ডাস্টবিনের জায়গা উদ্ধার ও ডাস্টবিন নির্মান না করেন তাহলে পরবর্তীতে কঠোর আন্দোলন কর্মসূচী ঘোষনা করা হবে। তাছাড়া সিসিক কর্তৃপক্ষরে কাছে এ ব্যাপারে স্বারকলিপি প্রদানের ও সিদ্ধান্ত নেওয়া হয়।  শনিবার সন্ধ্যায় ছড়ারপার এলাকার পঞ্চায়ে কমিটি মুরবিয়ানসহসর্বস্তরের মানুষের উপস্থিতিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।  সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ছড়ারপার এলাকার সর্বসাধারণের জন্য সিসিক কর্তৃপ একটি ডাস্টবিন নির্মান করেন। কিছুদিন পূর্বে সড়ক সংস্কারের জন্য এই ডাস্টবিনটি ভেঙ্গে ফেলা হয়েছিলো। ৩ মে মঙ্গলবার সিসিকর মালিকানাধীন উক্ত ভূমিতে দেয়াল নির্মাণ করেন ছড়ারপারের রাহাত তরফদার। এ অবস্থায় সিসিক কর্তৃপ সংশ্লিষ্ট কর্মকর্তা মাশগুল হকের মাধ্যমে দেয়াল নির্মাণ বন্ধ রাখার অনুরোধ জানান। কিন্তু কর্তৃপরে নির্দেশ উপো করে দেয়াল নির্মাণ করে ফেলা হয়। যে কারণে এখন সাধারণ মানুষ রাস্তাঘাট সহ যত্রতত্র ময়লা আবর্জনা ফেলতে বাধ্য হচ্ছেন। তাছাড়া ছোট ছোট ভ্যান দ্বারা সংগৃহীত ওয়ার্ডের আবর্জনা ফেলার জায়গাও পাওয়া যাচ্ছেনা। ডাস্টবিনের স্থানে দেওয়াল নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় এখন জনসাধারণ চরম অসুবিধার সম্মুখীন হয়েছেন ভূক্তভোগীরা স্থানীয় কাউন্সিলকে বিষয়টি জানালে তিনি এলাকাবাসীকে নিয়ে এক বৈঠকের আয়োজন করেন। বৈঠকে এলাকাবাসী অবিলম্বে ডাস্টবিন স্থাপনের জন্য সিসিক’র প্রতি আহবান জানান। অন্যথায় তারা কঠোর কর্মসূচি গ্রহণের হুশিয়ারী দেন। ছড়ারপার পঞ্চায়েত কমিটির সভাপতি মো. সোনা মিয়ার সভাপতিত্বে আয়োজিত সভা পরিচালনা করেন ছড়ারপার পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম খান কয়েছ। বক্তব্য রাখেন ১৪নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল মুনিম, ১৪নং ওয়ার্ড আইনশৃঙ্খলা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম শামীম, মুরবী জাহাঙ্গীর মিয়া, ছড়ারপার জামে মসজিদ’র ক্যশিয়ার আবদুর রহমান, মো. মেহবুব, নজীর হোসেন, সাবু মিয়া, নুনু মিয়া, নিহির মিয়া, বাছন মিয়া, আবদুর রউফ, বাবুল মিয়া, মো. ইউনুস মিয়া, হারুন উর রশীদ, কামাল আহমদ, কবির আহমদ, মাহবুবুর রহমান জনি, সুগন্ধার সাধারণ সম্পাদক এডভোকেট তারেক আহমদ, আবদুল গফ্ফার পাপ্পু, আবদুর রহিম, আরিফ আহমদ, দিপু আহমদ, নজীর হোসেন, মুছা আহমদ, অপু আহমদ, আহমদ আলী লিটন, জাহেদ আহমদ, সেমুন আহমদ, শাহীন আহমদ, শামীম আহমদ, আবদুর মালিক, শাহ আতাউর রহমান, জুবেদ আহমদ, মীর আকবর রুবেল প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল