সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী কারাগারে

প্রকাশিত: ৮:৪৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২, ২০১৬

সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী কারাগারে

arif-bnp২ অক্টোবর ২০১৬, রবিবার: অসুস্থ থাকা সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীর অবস্থার অবনতি হয়েছে।

সিলেট কেন্দ্রীয় কারাগারে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। আজ ২রা অক্টোবর রবিবার চিকিৎসা শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আব্দুস ছগির মিয়া।

তিনি  গত ২৬ সেপ্টেম্বর থেকে আরিফুল হক চৌধুরীর রক্তচাপ ও ডায়াবেটিস বেড়ে যায়। তাকে আজ (সোমবার) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়া হত্যা মামলায় কারান্তরীন থাকা আরিফুল হক চৌধুরী দীর্ঘদিন থেকেই অসুস্থতায় ভুগছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল