সুনামগঞ্জের কৃষক মোতাহির মিয়া ৩ দিন যাবত নিখোঁজ

প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৬

সুনামগঞ্জের কৃষক মোতাহির মিয়া ৩ দিন যাবত নিখোঁজ

সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন জাউয়াবাজার ইউনিয়নের গনিপুর গ্রামের আব্দুর করিমের পুত্র কৃষক মোতাহির মিয়া (৪০) প্রায় ৩ দিন যাবত নিখোঁজ। গত ২২ ডিসেম্বর বৃহস্পতিবার রাত অনুমান ৮টায় বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেননি। সম্ভাব্য সকল জায়গার অনেক খোঁজাখোজি করে তার কোন সন্ধ্যান মেলেনি। তাছাড়া ঐ সময় থেকে তার ব্যবহৃত মুঠোফোন (০১৭১৯৮১৯৫৮০) নাম্বারে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়। এখন পর্যন্ত তার কোন সন্ধান না পেয়ে জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রে গত শুক্রবার (২৩ ডিসেম্বর) একটি সাধারণ ডাইরী করেন তার ছোট ভাই সাইফুল আলম (৩০)। যাহার নং- ২৯০(১২)১৬। তিনি তার ভাই কৃষক মোতাহির মিয়াকে খোঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছেন। যদি কোন সহ-হৃদয়বান ব্যাক্তি তার ভাই মোতাহির মিয়ার সন্ধান পান তা হলে এই ০১৭২০৪৪৫১৯৪ যোগাযোগের জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল