সুনামগঞ্জে মুকুটের বিজয়ে পাটলী ইউনিয়নে মিষ্টি বিতরণ

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০১৭

সুনামগঞ্জে মুকুটের বিজয়ে পাটলী ইউনিয়নে মিষ্টি বিতরণ

সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নুরুল হুদা মুকুটের বিজয়ে জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নে মিষ্টি বিতরণ করা হয়েছে। নুরল হুদা মুকুটের কাছে বিপুল ভোটে পরাজিত প্রার্থী ব্যারিস্টার ইমনের নিজ ইউনিয়নের জনগণ ও জনপ্রতিনিধিদের উদ্যোগে শনিবার বিকেলে অনুষ্টিত মিষ্টি বিতরণ উৎসবে বক্তারা বলেন সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ভোটাররা প্রমাণ করে দিয়েছে ক্ষমতার অপব্যবহার করে অার যাই হোক মানুষের মন জয় করা যায়না। প্রকৃত জননেতাকে জনগণের সুখে দুঃখে পাশে থাকতে হয়। নুরুল হুদা মুকুট তাঁর কর্মের মাধ্যমে মানুষের ভালবাসা অর্জন করেছেন। এজন্য নীরব ব্যালটের মাধ্যমে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করেছে। বক্তারা নবনির্বাচিত সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান জননেতা নুরুল হুদা মুকুটের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং তাঁর দীর্ঘায়ু কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন পাটলী ইউনিয়নের দুইবারের সাবেক চেয়ারম্যান অাঙ্গুর মিয়া, প্রবীণ মুরব্বী সুলতান মেম্বার, পাটলী ইউনিয়ন অাওয়ামীলীগের সভাপতি জমসেদ মিয়া,সাধারণ সম্পাদক মনু মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবলীগ নেতা শাহবাজ মিয়া, জিয়াউর রহমান, পাটলী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোঃ অানা মিয়া, সহ-সভাপতি লুৎফুর রহমান,ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামাল বখত্, সহ-সভাপতি নুরুজ্জামান রানু, অাবুল মিয়া সহ উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড অাওয়ামীলীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল