সুনামগঞ্জ জেলা পরিষদে সর্বচ্চে ভোট পেয়ে সদস্য হয়েছেন মুহিত

প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০১৭

সুনামগঞ্জ জেলা পরিষদে সর্বচ্চে ভোট পেয়ে সদস্য হয়েছেন মুহিত

সুনামগঞ্জ জেলা পরিষদে সর্বচ্চে ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন ছাতক উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, সাবেক আহবায়ক উপজেলা যুবলীগ ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য আব্দুস শহিদ মুহিত।

সারা বাংলাদেশের এক যোগে ৩৮টি জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় গত ২৮ ডিসেম্বর। সুনামগঞ্জ জেলা পরিষদের ১৫টি ওয়ার্ডের মধ্যে সর্বেচ্চ ৬০টি ভোট পেয়ে ১৫ নং ওয়ার্ডে সদস্য নির্বাচিত হয়েছেন আব্দুস শহিদ মুহিত। তার নিকতম প্রার্থী ছাতক উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ আওয়ামীলীগ নেতা ছানাউর রহমান ছানা পেয়েছেন ২১ ভোট। এই ওয়ার্ডে মোট ভোট সংখ্যা হচ্ছে ৮১টি।

সুনামগঞ্জ জেলা পরিষদের সর্বেচ্চ ভোট পেয়ে নির্বাচিত হওয়ার পর ১৫ নং ওয়ার্ড সদস্য আব্দুস শহিদ মুহিত সকল সম্মানিত ভোটার ও সর্বস্তরের নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে চলার পথে সবার সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল