সিলেট ৪ঠা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১
অনলাইন ডেস্ক
সুনামগঞ্জ পৌরসভা ৯টি ওয়ার্ড নিয়ে ঘটিত। এ বছর পৌর নির্বাচনে মেয়র প্রার্থীদের চেয়ে কাউন্সিলররাই ভোটের মাঠ গরম করে রেখেছিলেন। সুনামগঞ্জ পৌরসভায় মোট ৪৯ জন কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়া মহিলা সংরক্ষিত আসনে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে চলে ভোটগ্রহণ। যেখানে ভোট গণনায় ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আবুল হাসনাত মো. কাউসার। উটপাখি মার্কায় তিনি পেয়েছেন ১ হাজার ৮শ ৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস সাত্তার মামুন টেবিল ল্যম্প মার্কা নিয়ে পেয়েছেন ১ হাজার ৭শ ৭ ভোট।
২নং ওয়ার্ডে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর সৈয়দ ইয়াছিনুর রশিদ। পাঞ্জাবি মার্কায় পেয়েছেন ৬শ ৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোজাহিদুল ইসলাম মজনু ব্ল্যাকবোর্ড প্রতিকে পেয়েছেন ৩শ ৬৫ভোট।
৩নং ওয়ার্ডে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মোশারফ মিয়া। পানির বোতল মার্কায় ১ হাজার ৪শ ৪৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফজর নূর ডালিম প্রতিক নিয়ে ১ হাজার ১শ ৬ ভোট পরাজিত হয়েছেন।
৪নং ওয়ার্ডে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ। তিনি পাঞ্জাবি মার্কায় পেয়েছেন ১হাজার ৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিন্টু চৌধুরী ৮শ ২৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
৫নং ওয়ার্ডে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর গোলাম সাবেরিন সাবু। টেবিল ল্যাম্প মার্কা নিয়ে ১ হাজার ৪শ ৮১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি পারভেজ আহমদ উটপাখি মার্কা নিয়ে ৪শ ৮৮ পেয়ে পরাজিত হয়েছেন।
৬নং ওয়ার্ডে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর আবাবিল নূর। ডালিম মার্কা নিয়ে তিনি ১ হাজার ৪শ ৬৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনির উদ্দিন মনির পাঞ্জাবি প্রতিক নিয়ে ১ হাজার ৩শ ৩৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
৭নং ওয়ার্ডে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আহছান জামিল আনাছ। ডালিম মার্কা নিয়ে তিনি ১ হাজার ৪৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামছুজ্জামান স্বপন ৮শ ২৭ পেয়ে পরাজিত হয়েছেন।
৮নং ওয়ার্ডে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর আহমদ নূর। উটপাখি মার্কা নিয়ে তিনি ১ হাজার ৬শ ১৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিক মিয়া ১ হাজার ৫শ ৯৯ ভোট পেয়ে পরাজিত হয়ছেন।
৯নং ওয়ার্ডে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন গোলাম আহমদ। গাজর মার্কা নিয়ে ৮শ ৬৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মইনউদ্দিন স্ক্রু ড্রাইভার মার্কায় পেয়েছেন ৮শ ৬১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে ১, ২ ও ৩ নং ওয়ার্ডে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন পিয়ারা বেগম। আনারস মার্কায় তিনি ৪ হাজার ৮শ ৮৩ ভোট পেয়েছেন।
৪,৫,৬ নং ওয়ার্ডে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সামিনা চৌধুরী মনি। তিনি আনারস প্রতিক নিয়ে ২হাজার ৮শ ২৪ ভোট পেয়েছেন। ৭,৮,৯ নং ওয়ার্ডে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সৈয়দা জাহানারা বেগম। তিনি ৭ হাজার ৫শ ৬৬ ভোট পেয়েছেন। কাউন্সিলরদের ফলাফল নিশ্চিত করেছেন সহকারি রিটার্নিং কর্মকর্তা উত্তম কুমার।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd