সিলেট ২রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৬
ফুল আর চোখের জলে নৃত্যশিল্পী সুবর্ণা সাহাকে শেষ বিদায় জানালো সিলেটের সংস্কৃতিকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে সুবর্ণার মরদেহ নিয়ে আসা হয় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এসময় সুবর্ণা সহকর্মীসহ সংস্কৃতি অঙ্গনের অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন।
বেলা ৩টায় সুবর্ণার মরদেহ নিয়ে যাওয়া হয় রামকৃষ্ণ মিশনে। সেখানে ১০ মিনিট অবস্থানের পর শেষকৃত্যের জন্য চালিবন্দরস্থ মহাশশ্মানঘাটে নিয়ে যাওয়া হয় মরদেহ।
এরআগে সকালে ময়নাতদন্ত শেষে সুবর্ণার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। মর্গ থেকে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় কাজলশাহ এলাকার নিজ বাসায়।
বুধবার সন্ধ্যা ৭টায় এই বাসায় নিজ কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় সুবর্ণা সাহার(৩০) মরদেহ উদ্ধার করে পুলিশ।
সুবর্ণা সাহা সিলেটের নৃত্য সংগঠন নৃত্যশৈলীর নৃত্যশিল্পী ও কথাকলি থিয়েটারের নাট্যকর্মী।
মায়ের সাথে কাজল শাহ এলাকার ভাড়া বাসায় (৫২/৩) বসবাস করতেন তিনি। সুবর্ণার বাবা কয়েক বছর আগে মারা যান। দুই বোনের মধ্যে সুবর্ণা ছোট। তাঁর মা মমতা সাহা রসময় উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা। সুবর্ণা নিজেও খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে শিক্ষকতা করতেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd