সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ওমর ফারুকের পাঁচ বছরের কারাদণ্ড

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৭

সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ওমর ফারুকের পাঁচ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদারকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুর্নীতি মামলায় বিশেষ জজ-১ এর বিচারক আতাউর রহমান রোববার এই রায় দেন। এছাড়া তাকে ১ কোটি ২৩ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে ২ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ওমর ফারুকের বিরুদ্ধে ২০১২ সালের ২২ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করে দুর্নীতি দমন কমিশন। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুর রাজা এ চার্জশিট দাখিল করেন।

মামলায় অভিযোগ, রেলমন্ত্রীর সাবেক এপিএস ওমর ফারুক দুদকের কাছে দেওয়া সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দিয়েছে। ১ কোটি ৪২ লাখ ৭৩ হাজার ১৮০ টাকা অবৈধভাবে উপার্জন করেছেন। এ ছাড়া ৩ লাখ ৪ হাজার ৯০০টাকার তথ্য গোপন করেছে।

ওমর ফারুকের বিরুদ্ধে একই বছরের ১৪ আগস্ট রাজধানীর রমনা থানায় মামলা করেন দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজা।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল