১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪১ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৬
১৫ অক্টোবর ২০১৬, শনিবার: খাগড়াছড়িতে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে এক ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন। খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের কুতুকছড়ি এলাকায় শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত থেমে থেমে কয়েকদফায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
খাগড়াছড়ি সেনা রিজিয়ন ঘটনার সত্যতা নিশ্চিত করেছে জানিয়েছে, পাহাড়ি আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’র অস্ত্রধারী সদস্যরা সন্ত্রাসীরা ওই এলাকায় অবস্থান করছিল এমন সংবাদ পেয়ে মহালছড়ি সেনা জোনের সদস্যরা অভিযান চালায়। এ সময় সেনা সদস্যদের লক্ষ্য করে অস্ত্রধারীরা গুলি ছোড়ে। পরে রাত সাড়ে ৯টা পর্যন্ত কয়েকদফায় সন্ত্রাসীদের সাথে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে এক ইউপিডিএফ সদস্য নিহত হয়।
এলাকায় তল্লাশী চালিয়ে ১টি জি থ্রি রাইফেল, ১টি এস.এম.জি, ৬৪ রাউন্ড গুলি ও একটি ওয়াকিটকিসহ সামরিক পোশাক পরিহিত নিহত ইউপিডিএফ সদস্যের লাশ উদ্ধার করা হয়।
খাগড়াছড়ি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রইছ উদ্দিন জানান, ওই এলাকায় এখনো আইনশৃঙ্খলাবাহিনীর অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D