সোহরাওয়ার্দী উদ্যা‌নে জনসভা সহ ১০ দি‌নের কর্মসূ‌চি

প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০১৬

সোহরাওয়ার্দী উদ্যা‌নে জনসভা সহ ১০ দি‌নের কর্মসূ‌চি

bnp-13-696x392২০ অক্টোবর ২০১৬, বৃহস্পতিবার: ৭ ন‌ভেম্বর জাতীয় বিপ্লব ও সংহ‌তি দিবস উপল‌ক্ষে ১০দি‌নের কর্মসূ‌চি ঘোষনা ক‌রে‌ছে বিএন‌পি। বৃহস্পতিবার দুপু‌রে নয়াপল্ট‌নে বিএন‌পির কেন্দ্রীয় কার্যাল‌য়ে যৌথ সভা শে‌ষে বিএন‌পির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূ‌চি ঘোষনা ক‌রেন।

‌তি‌নি জানান, ৭ ন‌ভেম্বর সকাল ৬টায় বিএন‌পির কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দে‌শের দলীয় পতাকা উ‌ত্তোলন করা হ‌বে। এ দিন সকাল ১০টায় শে‌রে বাংলা নগর বিএন‌পির প্র‌তিষ্ঠাতা শহীদ প্রে‌সি‌ডেন্ট জিয়াউর রহমা‌নের মাজা‌রে দ‌লের চেয়ারপারসন বেগম খা‌লেদা জিয়ার নেতৃ‌ত্বে পুস্পার্ঘ্য অর্পন ও ফা‌তেহা পাঠ করা হ‌বে। এছাড়া এ দিন পোস্টার,‌ক্রোড়পত্র প্রকাশ করা হ‌বে।

‌তি‌নি আ‌রো জানান, অনুম‌তি সা‌পে‌ক্ষে ৭ অথবা ৮ ন‌ভেম্বর সোহরাওয়ার্দী উদ্যা‌নে বিপ্লব ও সংহ‌তি দিব‌স উপল‌ক্ষে জনসভা করা হ‌বে।

2-26

‌যৌথসভায় বিএন‌পির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু,যুগ্ম মহাস‌চিব ব্যা‌রিস্টার মাহবুব উ‌দ্দিন খোকন, ম‌জিবুর রহমান স‌রোয়ার,‌সৈয়দ মোয়া‌ে‌জ্জেম হো‌সেন আলাল,হারুন অর র‌শিদ,সাংগঠ‌নিক সম্পাদক এমরান সা‌লেহ প্রিন্স,‌বিল‌কিস জাহান শি‌রিন,শ্যামা ওবা‌য়েদসহ বিএন‌পির সম্পাদক মন্ডলীর সদস্যরা উপ‌স্থিত ছি‌লেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল