সৈয়দ সাফেক মাহবুব কারাগারে: নিন্দা

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৭

সৈয়দ সাফেক মাহবুব কারাগারে: নিন্দা

সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবদল নেতা সৈয়দ সাফেক মাহবুব’কে বিস্ফোরন মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্র“য়ারি) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধার জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব’কে কারাগারের প্রেরণের নিন্দা জানিয়েছেন সিলেট বিভাগ ছাত্রদল।
এক বিবৃতিতে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির (সিলেট বিভাগ) সহ-সভাপতি ভিপি মাহবুবুল হক চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক আহমদ চৌধুরী ফয়েজ, কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নাচন ও কেন্দ্রীয় ছাত্রদলের সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসাইন উজ্জল বলেন বাকশাল আওয়ামী লীগ সরকার সমগ্র দেশকে কারাগারের পরিণত করেছে। বিএনপি শীর্ষ ও স্থানীয় নেতা কর্মীদের গ্রেফতার করে কারাগারের রেখে অবৈধ ভাবে ক্ষমতা ধরে রাখতে চায়। নেতৃবৃন্দ অবিলম্বে সাবেক এই ছাত্রদল নেতার উপর থেকে সকল ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবী জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল