সিলেট ২৫শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৯
সৌদি আরব থেকে আরও ৯৬ বাংলাদেশি শ্রমিক দেশে ফিরেছেন। বুধবার (৬ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন।
এ নিয়ে চলতি মাসের প্রথম সপ্তাহেই দেশে ফিরেছেন ৪২১ জন। এর মধ্যে ১০৪ জন ১ নভেম্বর, ৭৫ জন ২ নভেম্বর, ৮৫ জন ৩ নভেম্বর, ৬১ জন ৪ নভেম্বর ও ৬ নভেম্বর ৯৬ জন ফিরেছেন। এছাড়া গত অক্টোবরের তিন দিনে সৌদি থেকে ৪৩৩ জন কর্মী দেশে ফিরেছেন।
বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক জানায়, এ বছরের অক্টোবর পর্যন্ত সৌদি থেকে ২০ হাজার ৬৯২ শ্রমিক দেশে ফিরেছেন। নভেম্বরের আরও ৪২১ জন যুক্ত হলো।
এসব বাংলাদেশি কর্মী একেবারে খালি হাতে নিঃস্ব হয়ে ফিরেছেন। অনেকের গায়ে ছিল কোম্পানির পোশাক, কারো পায়ে স্যান্ডেলও ছিল না। অনেকে পরনোর পোশাক ছাড়া সঙ্গে কিছুই আনতে পারেননি।
সৌদি আরবের দোকানে, রাস্তায় ধরপাকড়ের শিকার হয়ে এ শ্রমিকরা এক কাপড়েই বাংলাদেশে ফিরেছেন। ইকামা (সৌদির রেসিডেন্স পারমিট) বৈধরাও ধরপাকড় অভিযানের শিকার হয়ে সর্বস্ব হারিয়ে দেশে ফিরছেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd