সিলেট ৯ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৯
স্পোর্টস ডেস্ক :: ভারত ক্রিকেটের পরাশক্তি হিসেবে ইতোমধ্যেই নিজেদের প্রতিষ্ঠিত করেছে। দুইবার ওয়ানডে বিশ্বকাপ জেতার পাশাপাশি একবার টি-টুয়েন্টি বিশ্বকাপও জিতেছে দলটি। অন্যদিকে একটা সময়ে শুধু হার থেকে শিক্ষা নেওয়া বাংলাদেশ এখন যে কোনো দলের জন্যই কঠিন প্রতিপক্ষ। ভারতের চেয়ে শক্তি ও সামর্থ্যে বাংলাদেশ অনেকটা পিছিয়ে থাকলেও এ দুই দল মাঠে নামলে শুরু হয় অন্যরকম যুদ্ধ। সে যুদ্ধে মেতে ওঠে দুই দলের ভক্ত-সমর্থকরা।
বাংলাদেশ ও ভারতের চলমান টি-টুয়েন্টি সিরিজেও দেখা গেছে সে উন্মাদনা। জমে উঠেছে সিরিজও। প্রথম ম্যাচ বাংলাদেশ জেতার পর দ্বিতীয় ম্যাচে ভারত জয় তুলে নেয়। ফলে নাগপুরে অনুষ্ঠিত হতে যাওয়া শেষ টি-টুয়েন্টি রূপ নিয়েছে ফাইনালে। অন্যদিকে বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই যেন আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত। ২০১১ বিশ্বকাপের সেই বিতর্কিত ‘নো বল’ এখনো বাংলাদেশি সমর্থকদের মনে দাগ কেটে আছে।
চলমান টি-টুয়েন্টি সিরিজও বিতর্ক এড়াতে পারেনি। দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে বাংলাদেশি ব্যাটসম্যান সৌম্য সরকারের আউট নিয়ে চলে সোশ্যাল মিডিয়ায় আলোচনা-সমালোচনা। ম্যাচের ১৩তম ওভারে দুর্দান্ত খেলতে থাকা সৌম্য সরকার চাহালের বলে স্ট্যাম্পিংয়ের শিকার হন। তবে রিপ্লে দেখার পর থার্ড আম্পায়ার নট আউটের সিদ্ধান্ত নেন। মূলত রিশভ পান্ত বল স্ট্যাম্প বরাবর পৌঁছানোর আগেই বল ধরে স্ট্যাম্পিং করায় এ সিদ্ধান্ত জানান আম্পায়ার।
তবে আম্পায়ারের এ সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ভারতের অধিনায়ক রোহিত শর্মা। মেজাজ হারিয়ে তিনি গালি দিয়ে বসেন। রোহিতের গালি দেয়ার ভিডিও ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।
এরপরই ঘটে আশ্চর্যজনক ঘটনা। স্ক্রিনে দেখান নট আউট বদলে আউট লেখা উঠে আসে। আর একবার নট আউট ঘোষণা দেয়ার পর আবার আউট দেয়ায় আম্পায়ারকেও সমালোচনার শিকার হতে হচ্ছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd