স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে স্বাধীনতাবিরোধীরা অতিথি নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৭

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে স্বাধীনতাবিরোধীরা অতিথি নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসের কোন অনুষ্ঠানে স্বাধীনতাবিরোধী কোন ব্যক্তি অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

সচিবালয়ে রবিবার (৫ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে নিরাপত্তা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি কোন অবস্থাতেই বিতর্কিত ও স্বাধীনতাবিরোধী কোন ব্যক্তিকে অনুষ্ঠানে গেস্ট করা যাবে না। কোন অনুষ্ঠানেই অতিথি হিসেবে তারা যাবেন না।’

স্বাধীনতা বিরোধীদের কোন তালিকা আছে কিনা- এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, ‘আমাদের কাছে স্বাধীনতাবিরোধীদের কোন তালিকা নেই। উপজেলার নেতারা জানেন কারা স্বাধীনতা বিরোধী, কারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। জেলা পর্যায়ের লোকজনও জানেন। কাজেই সেইভাবেই জিনিসটি মেইনটেইন করা হবে।’

ফেসবুকে সিলেটের দিনকাল