২৮শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, জুন ১৮, ২০২০
সিলেট-৩ আসনের সংসদ সদস্য, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মাহমুদ উস সামাদ বলেছেন, বর্তমান করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও চিকিৎসকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই মহামারী প্রাদুর্ভাব যাতে বিস্তার করতে না পারে সে ব্যপারে সরকার মানুষের স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন নির্দেশনা প্রদান করেছেন। দীর্ঘ প্রায় ৩ মাস ধরে এ রোগের লক্ষণ দেখা দিয়েছে। ইতিমধ্যে দেশে প্রায় কয়েক শত লোক মৃত্যুবরণ করেছেন এবং আক্রান্ত এক লাখ ছাড়িয়েছে। সুরক্ষিত না থাকলে এবং স্বাস্থ্যবিধি মেনে না চললে এরোগের প্রাদুর্ভাব ঠেকানো সম্ভব হবেনা। তাই স্ব স্ব এলাকায় স্বাস্থ্যবিধি মেনে চলতে জনগণকে সরকারের নির্দেশনা কার্যকর করতে উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে হবে। যারা এরোগে আক্রান্ত হবেন, অবশ্যই তারা যথাযথভাবে হোম কোয়ারেন্টাইন মেনে চলে সেদিকে দায়িত্বশীল কর্মকর্তাদের নজরদারি জোরদার রাখার আহবান জানাই।
মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি গতকাল ১৮ জুন, বৃহস্পতিবার বিকালে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাখী আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমিন, ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শ্যামা, ঘিলাছড়া ইউপি চেয়ারম্যান হাজী লেইছ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ ইউপি চেয়ারম্যান কাজী বদরুদ্দোজা, মাইজগাঁও ইউপি চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরী, উত্তর কুশিয়ারা ইউপি চেয়ারম্যান আহমেদ জিলু, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউপি চেয়ারম্যান এমরান উদ্দিন, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার আকরাম হোসেন, ফেঞ্চুগঞ্জবাজার বণিক সমিতির আহবায়ক আব্দুল বারি সহ আইন-শৃঙ্খলা কমিটির বিভিন্ন সদস্যবৃন্দ। বিজ্ঞপ্তি
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D