১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৬
‘জঙ্গিবাদ, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা’র বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার(১৮ জুলাই) দুপুরে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ সিলেটে বিক্ষোভ মিছিল করে।
দুপুর ১২টায় রেজিস্ট্রারি মাঠ থেকে বের হওয়া মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ ইসলাম সমর্থন করে না। সন্ত্রাসি ও জঙ্গিরা বিভিন্ন লেবাসে মানুষ হত্যা করছে, এরা ইসলাম ও মানবতার শত্রু। এদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
সমাবেশে তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, তখনই স্বাধীনতা বিরোধী অপশক্তিরা মাথাচাড়া দিয়ে উঠেছে। বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা হয়েছিলো। ঠিক তেমনি বর্তমানেরও দেশবিরোধী অপশক্তিরা জঙ্গিবাদকে উসকে দিয়ে দেশের অগ্রগতিকে রুখতে চাইছে।’
জঙ্গিবাদে অর্থায়নকারী ও মদদদাতাদের আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘যারা জঙ্গিবাদকে অর্থায়ন করছে তারা আইনের হাত থেকে রেহাই পাবেনা। পুলিশ ও নিরীহ মানুষ হত্যা কোন অবস্থায় মেনে নেয়া যায় না। এ ব্যাপারে আমাদের সজাগ হতে হবে। তাছাড়া সন্তানরা যাতে জঙ্গিবাদের পথে না যায় সেদিকে পরিবারের এবং অভিভাবকদের কড়া নজর দিতে হবে।’
সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফসার আজীজের সভাপতিত্বে মিছিল পরবর্তী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মহানগর আ’লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ।
মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠুর পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, মহানগর আ’লীগের দফতর সম্পাদক অ্যাডভোকেট শামসুল ইসলাম, জেলা আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রঞ্জিত সরকার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সদস্য জামিল আহমদ, অ্যাডভোকেট ফখরুল ইসলাম, অ্যাডভোকেট বেলাল উদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফতাব হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েস, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সহসভাপতি মহিউস সালাম রিজভী। বিক্ষোভ মিছিলে স্বেচ্ছাসেবক লীগের জেলা ও মহানগরের বিভিন্ন শাখার নেতাকর্মীরা অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D