সড়কের পাশে শিল্পনগরী না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০১৬

সড়কের পাশে শিল্পনগরী না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

pm 3-696x388৬ সেপ্টেম্বর ২০১৬, মঙ্গলবার: সড়কের পাশে শিল্পনগরী না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেছেন, সড়ক ঘেঁষে শিল্প কারখানা স্থাপন করলে সড়কের সম্প্রসারণে জটিলতা তৈরি হয়। সড়ক-মহাসড়কের এখন যে প্রস্থ, ভবিষ্যতে তা আরও বাড়বে। তাই মূল সড়ক থেকে নির্দিষ্ট দূরত্ব রেখে শিল্প কারখানা স্থাপন করতে হবে।

মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিসিক শিল্পনগরী স্থাপন সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদনের প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। সভা পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, সড়ক প্রশস্ত হবে- বিষয়টি বিবেচনায় নিয়ে বিসিক শিল্প নগরী স্থাপনে অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, এখন থেকে চারলেনের মহাসড়ক নির্মাণে দেশি-বিদেশি প্রাইভেট প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেয়া হবে। সড়কগুলো হবে টোলভিত্তিক। নির্মাণ শেষে প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট সময়ের জন্য টোল আদায় করবে। এরপর মহাসড়কের নিয়ন্ত্রণ নেবে সরকার।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল