সিলেট ৫ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২১
দোয়ারাবাজার প্রতিনিধিঃ :
দোয়ারাবাজার উপজেলার হকনগর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।উপজেলার বাংলাবাজার ইউনিয়নস্থ হকনগর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির কার্যালয়ে সোমবার সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকাল ৫টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।নির্বাচনে সভাপতি পদে চাকা প্রতীকে ১৮৮ ভোটে নির্বাচিত হয়েছেন খোরশেদ আলম। একই পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল কাদির চেয়ার প্রতীকে পেয়েছেন ১৪৪ ভোট। সহসভাপতি পদে হাতপাখা প্রতীকে ২২৫ ভোটে নির্বাচিত হয়েছেন নূরনবী। একই পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মজিদ আশরাফ বেগ মিনার প্রতীকে পেয়েছেন ৯৯ ভোট। সাধারণ সম্পাদক পদে বাবুল মিয়া মোরগ প্রতীকে ২৪৭ ভোটে নির্বাচিত হয়েছেন। একই পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোস্তফা গাজী পেয়েছেন কলস প্রতীকে ৭৭ ভোট। উল্লেখ্য, এবার মোট ভোটার সংখ্যা ৪১৪। এরমধ্যে মোট ভোট কাস্টিং হয়েছে ৩৩৩টি।ভোট গ্রহণের দিন সকাল থেকে বিকাল পর্যন্ত ভোটারদের সরব উপস্থিতি দেখা গেছে। নির্বাচনে আইনশৃঙ্খলা বজায় রাখতে ভোটগ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত দোয়ারাবাজার থানা পুলিশের একটি টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। এর আগে নির্বাচন কমিশন কোষাধ্যক্ষ পদে রাশিদ মিয়া এবং নির্বাহী সদস্য পদে সফর আলী, রোস্তম আলী, আজগর আলী, লাভলী, মজুফা ও সোনাবান’কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd