সিলেট ২০শে এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২১
স্পোর্টস ডেস্ক :
জমজমাট লড়াইয়ের মধ্যেই স্থগিত হয়ে গেল পাকিস্তান সুপার লিগ (পিএসএস)। বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জরুরি বৈঠক ডেকে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছে। মহামারী করোনার হানায় পিসিবি।এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ইএসপিএন ক্রিকইনফো। ক্রিকইনফো জানায়, পিএসএল চলাকালীন চার ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন। এর মধ্যেই আবার নতুন করে তিনজন আক্রান্ত হয়েছেন। আর আক্রান্তরা সবাই ছিলেন জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই। সুরক্ষায় থেকেও করোনা পজিটিভ হওয়ায় উদ্বেগ প্রকাশ করে পিএসএস। দ্রুত সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানের এই ঘরোয়া লিগ স্থগিত ঘোষণা করে। স্থগিত করার বিষয়ে পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জৈব বলয়ে থাকার পরও খেলোয়াড়দের করোনা পজিটিভ হওয়ায় ঝুঁকি নিতে চায়নি তারা। সব ফ্রাঞ্চাইজির মালিক ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার পর স্বাস্থ্যের কথা চিন্তা করে বোর্ড পিএসএলে ২০২১ সালের আসরটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিসিআর টেস্ট, টিকা ও আইসোলেশন সুবিধা নিশ্চিতের পরই ফের শুরু করা হবে পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টির প্রতিযোগিতাটি।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd