৮ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ | ২৪শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, মে ২৬, ২০২১
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের মীরেরপাড়া গ্রামের আব্দুল মতিন ওরফে আব্দুল মতলিবের পুত্র অপরাধ জগতের হোতা চোরাই চক্রের সদস্য পাষন্ড কুতুব উদ্দিন আপন ছোট ভাই জালাল উদ্দিনকে প্রাণে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে রক্তাক্ত করেছে। মাথায় দেয়া কুপটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পায়ের মাঝ পড়ে পা কেটে গুরুতর অবস্থার সৃষ্টি হয়। সাথে সাথে আহত জালালকে সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়। ঘটনাটি ঘেটেছে ২৩ মে বিকাল ৫ টার দিকে পুটিজুরী বাজারের পাশে। পুলিশ আলামত সংগ্রহ করেছে। আপন ভাই কুতুব, আব্বাস বনাম জালাল আপন ভাইদের মধ্যে স্বত্ব নিয়ে বিরোধ রয়েছে। কিছুদিন পূর্বে জালাল কুতুব ও আব্বাসের বিরুদ্ধে বাহুবল থানায় লিখিত অভিযোগ দিয়েছিলেন। অভিযোগে তিনি নিজের নিরাপত্তাহীনতার কথা জানান। এসআই মোস্তাফিজুর রহমান সরেজমিন তদন্তও করেছেন। কিন্তু পরবর্তীতে পুলিশ কোন ব্যবস্থা না নেয়ায় অপরাধ জগতের নায়ক কুতুব সাহস পেয়ে যায় এবং জালালের অভিযোগ কোন কাজেই আসেনি। অপরাধী কুতুবের টার্গেট সফল করার পথে ছিল যেকোন সময় জালালকে হত্যা করতেই হবে। কিন্তু অল্পের জন্য জালাল রক্ষা পেলেও পা কেটে পঙ্গু করে ফেলে। হামলার সময় নির্দিষ্ট দূরত্বে অবস্থান করেন আরেক বড় ভাই আব্বাস উদ্দিন। এসময় জালাল স্থানীয় ইউনিয়ন ভূমি অফিস থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। এ নিয়ে পুটিজুরীতে তোলপাড় চলছে। অনুসন্ধানে জানায়, তাদের বাবা আব্দুল মতিন মারা যান প্রায় দুই মাস পূর্বে। তিনি জীবিত থাকা কালীন সময়ে সকল ছেলে মেয়েদের সম্পদ বণ্টন করে গেছেন। এ হিসেবে তার পুত্র কুতুব উদ্দিন, আব্বাস উদ্দিন, আব্দুল হাই ও জালাল উদ্দিন ও বোনেরা সম্পদ আলাদা করে বণ্টন দিয়ে যান।
কিন্তু ছোট ভাই জালাল উদ্দিনকে যে সম্পদ দেওয়া হয়, তার বাড়ির ভিটা জোরে বলে লুটে নেয়ার যোগসাজস চেষ্টা চালাচ্ছে কুতুব, আব্বাস ও আব্দুল হাই মিলে। এই সম্পদ লুটে নিতে বিভিন্ন ফন্দি, হুমকি দিয়ে যাচ্ছেন এই তিন ভাই। তাদের অত্যাচার নির্যাতনে ঠিকতে পারছে না জালাল উদ্দিন। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েকটি গ্রাম্য সালিশ বয়কট ও হয়েছে। কিন্তু বিবেকহীন ভাইয়েরা ছোট ভাইয়ের উপর জুলুম নির্যাতন করেই যাচ্ছে। অবশেষে ছোট ভাই জালাল উদ্দিন ২৮ এপ্রিল বাহুবল মডেল থানায় একটি অভিযোগ দেন। অভিযোগে উল্লেখ করা হয় মিলে তাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার নানান চেষ্টা করছে। এদিকে আসামীদের অতীত খোজ খবর নিয়ে জানা যায়, এমন কোন অপরাধ কর্ম নেই যা তারা করছে না। এলাকায় চুরি ডাকাতি লুটপাট ও খুন খারাবী সহ সকল অপকর্মেই থাকে তারা। জানা যায়, ২০০৫ সালে আব্বাস উদ্দিন মীরেরপাড়া গ্রামের মৃত আব্দুল হাই পেটল মিয়ার পুত্র সোহেল মিয়াকে তুচ্ছ বিষয় নিয়ে কুপিয়ে ক্ষত বিক্ষত করে পরে সোহেলের অবস্থা গুরুত্ব হয়ায় থাকে সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসার জন্য প্রেরণ করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। পুটিজুরীর শ্যামল রাবার বাগানে পাহারাদারকে হত্যা করে ডাকাতি সংঘটিত হয়। ওই হত্যার মামলার আসামী ও ছিল কুতুব উদ্দিন। ২০১৬-১৭ সালে পুটিজুরী ইউপি অফিসের সামনে গণ শুনানীতে গরু চুরির অভিযোগে অভিযুক্ত হয় আব্দুল হাই ও আব্বাস উদ্দিন। এসময় তাকে গণধোলাই দেয়া হয়। এছাড়া বিভিন্ন বিদ্যুতের তার চুরিরও অভিযোগ লোক মুখে চাউর রয়েছে। সূত্র আরো জানায় , এই ৩ ভাইয়ের সিন্ডিকেটটি একই গ্রামের নিরীহ হান্নান মিয়ার জমি জোরে বলে নিয়ে ভোগ দখল করছে। এছাড়া রাবার চুরি, চা চুরি, সরকারি গাছ পাচারে তারা সরাসরি জড়িত বলে অনুসন্ধানে জানা যায়।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D