২রা জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২১
নিজস্ব প্রতিবেদক ::
হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা সারাদেশে একযোগে পালিত হচ্ছে।আজমিরীগঞ্জেও প্রায় ৩৯টি পূজামন্ডবে দূর্গা পূজা উদযাপন করা হচ্ছে।পূজা মন্ডবের সার্বিক নিরাপত্তা রক্ষার্থে আজমিরীগঞ্জের পুলিশের নিয়মিত টহল অভিযান অব্যাহত রয়েছে।
১৪অক্টোবর বৃহস্পতিবার আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ নুরুল ইসলামের নেতৃত্বে একটি পুলিশ টিম আজমিরীগঞ্জ পৌরসভা,সদর ইউনিয়ন,জলসুখা ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করে। টহল দেওয়ার এক পর্যায়ে বানিয়াচং আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রন্জন দে উক্ত পরিদর্শনে যোগদান করেন এবং প্রতিটা পূজা মন্ডবে পরিদর্শন করে আইন শৃঙ্খলা মেনে শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপন শেষ করতে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ নুরুল ইসলাম দৈনিক সিলেটের দিনকালকে বলেন,গতকালের কুমিল্লায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে যে কেউ যদি আজমিরীগঞ্জ আইন-শৃঙ্খলা অবনতির চেষ্টা করে তাদেরকে কঠোরভাবে দমন করা হবে।সাথে সাথে শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপন করতে সকলের সহযোগিতা কামনা করেন।
বানিয়াচং আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রন্জন দে দৈনিক সিলেটের দিনকালকে বলেন,আজমিরীগঞ্জের পূজা মন্ডবগুলি পরিদর্শন করে যা বুঝলাম সব জায়গায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করা হচ্ছে।আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আমাদের নিয়মিত টহল অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D