সিলেট ১লা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১
নিজস্ব প্রতিবেদক:: হবিগঞ্জের মাধবপুর ও নবীগঞ্জ পৌরসভায় বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছেন। নবীগঞ্জে টানা দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ছাবির আহমদ চৌধুরী। ২৬০ ভোটের ব্যবধানে নৌকার প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরীকে পরাজিত করে তিনি বিজয়ী হন।
বেসরকারি ফলাফল অনুযায়ী, প্রাথমিক ফলাফলে মোট ১০টি কেন্দ্রে বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান মেয়র ছাবির আহমদ চৌধুরীর প্রাপ্ত ভোট ৫ হাজার ৭৪৫। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরীর প্রাপ্ত ভোট ৫ হাজার ৪৮৫। ২৬০ ভোটের ব্যবধানে এগিয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হন ছাবির আহমদ চৌধুরী।
অপরদিকে মাধবপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান মানিক বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫০৩১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী পংকজ সাহা নারিকলে গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৪১৫৬ ভোট।
এছাড়া নৌকার প্রার্থী শ্রীধাম দাশ তৃতীয় হয়েছেন।
আজ শনিবার (১৬ জানুয়ারি) ২য় দফায় হবিগঞ্জের এ দুই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd