সিলেট ১৮ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২০
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুর হাওরে নৌকাডুবে দুলন আক্তার (৩৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত নারীর শিশুপুত্র ও ভাই নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে তৎপরতা চলছে। মঙ্গলবার (৪ আগস্ট) বেলা দেড়টার দিকে এ ঘটনাটি ঘটে।
নিহত দুলন আক্তার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা-হুকড়া গ্রামের আব্দুল আওয়ালের মেয়ে। এছাড়া নিখোঁজ দুইজন হলেন- নিহতের ভাই আলী নূর (৩৬) এবং শিশুপুত্র খোকন মিয়া (৫)। নিহত ও নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন বিথঙ্গল পুলিশ ফাঁড়িরর ইনচার্জ মহিউদ্দিন আহমেদ।
স্থানীয় সূত্রে জানা যায়- ৫/৭ জন যাত্রী নিয়ে ছোট একটি ইঞ্জিল চালিত নৌকা শিবপাশা থেকে রহমতপুর যাচ্ছিল। এ সময় রহমতপুর গ্রামের কাছে পৌঁছলে হঠাৎ নৌকাটি ডুবে যায়। প্রত্যক্ষদর্শিরা তাৎক্ষণিক ২/৩ জনকে উদ্ধার করলেও তিনজন নিখোঁজ হয়ে যান। খবর পেয়ে পুলিশ ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দুলন আক্তারের মরদেহ উদ্ধার করে। কিন্তু ঘটনার ২ ঘন্টা অতিবাহিত হলেও নিহতের ছেলে ও ভাইকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। বিকেল সাড়ে ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছিল।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
প্রধান সম্পাদক : আব্দুল লতিফ নুতন
যুগ্ম সম্পাদক : মোছাম্মদ নুরুন নাহার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd