সিলেট ২৩শে এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২১
নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য প্রখ্যাত রাজনীতিবিদ জাহাঙ্গীর কবির নানক প্রধান অতিথির বক্তব্যে বলেছেন। আওয়ামী লীগ উন্নয়নের সরকার। এ উন্নয়নের ধারবাহিকতা রক্ষায় হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতাউর রহমান সেলিমকে বিজয়ী করতে হবিগঞ্জ বাসীকে আহবান জানাচ্ছি। তিনি নেতাকর্মীদের উদ্যেশ্যে বলেন, আ্ওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না। তিনি সকল নেতাকর্মীদের অতীতের সকল দু:খ বেদনা ভুলে গিয়ে নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার নিদেশ দেন।
বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক বলেন, বিভেদ নয় ঐক্যই আওয়ামী লীগের মূল শক্তি। হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকা মার্কার সমর্থনে ২য় জনসভায় এসব কথা বলেন। তিনি আরো বলেন, প্রত্যেক নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে ভুমিকা রাখতে হবে,মনে রাখতে হবে ষড়যন্ত্র কারীরা বসে নেই। তারা আজও আওয়ামী লীগের পরাজয়ের ষড়যন্ত্র করছে। তাই দেশরতœ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে ও স্বনির্ভর বাংলাদেশ গঠনের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক সুজিত নন্দি রায়, কেন্দ্রীয় সদস্য ডা. মুশফিক হুসেন চৌধুরী আজিজুস সামাদ ডন, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসবাহুর রহমান,সিলেট জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাক আহমদ পলাশ, শ্রম বিষয়ক সম্পাদক সাইফুর রহমান খোকন প্রমুখ।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd