সিলেট ২৮শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৯
হবিগঞ্জে ভেজাল ভোজ্য তেল ও প্রসাধনী সামগ্রীর কারখানা আবিষ্কার করেছে ডিবি পুলিশ। এ সময় ওই কারখানা থেকে পামওয়েল তেল দিয়ে তৈরি ভেজাল সরিষা, নারিকেল ও সোয়াবিন তেল এবং ওলিভওয়েল ও গ্লিসারিন মিশ্রিত নকল ভ্যাসলিন জব্দ করা হয়।
মঙ্গলবার (২৯ অক্টোবর) ডিবি পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে ওই কারখানার মালিক ইসমাঈল হোসেনকে আটক করে।
সদর উপজেলার মাহমুদপুর গ্রামে অসাধু ব্যবসায়ী ইসমাঈল হোসেন নিজ বাড়িতে এ কারখানা স্থাপন করেন। তিনি ওই গ্রামের মর্তুজ আলীর ছেলে।
এ বিষয়ে দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ জানান, খালি প্লাস্টিকের বোতলে পামওয়েল তেল দিয়ে তৈরি ভেজাল সরিষা, নারিকেল ও সোয়াবিন তেল তৈরি করে ভর্তি করা হয়। ওলিভওয়েল ও গ্লিসারিন মিশ্রিত করে নানা ফ্লেভার দিয়ে নকল ভ্যাসলিন তৈরি করা হয়। জব্দকৃত মালামালের মূল্য প্রায় তিন লাখ টাকা। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই তিনি এ নকল পণ্যের ব্যবসা করে আসছিলেন। তিনি যে কোনো পদার্থের সঙ্গে আতরের ফ্লেভার মিশিয়ে আতর তৈরি করতে পারেন। এসব নকল পণ্য নির্বিঘ্নেই তিনি বাজারজাত করে আসছিলেন।
এগুলো ব্যবহারের ফলে মানুষের শরীরে ক্ষতি হওয়ার সম্ভবনা রয়েছে। পুলিশের কাছে অভিযোগ আসার পর ভেজালের বিষয়টি নিশ্চিত হয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
হবিগঞ্জ প্রতিনিধি
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd