সিলেট ২৮শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৯
ঢাকা-সিলেট মহাসড়কের পাশে হবিগঞ্জ অংশে গড়ে উঠা প্রায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা সড়ক বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট (উপ-সচিব) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। শায়েস্তাগঞ্জ, ওলিপুর, মাধবপুর ও মিরপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনাগুলো এক্সেভেটর দিয়ে গুড়িয়ে দেয়া হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ সড়ক বিভাগের প্রকৌশলী জ্যাতিষ গোস্বামীসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। এছাড়াও ভ্রাম্যমাণ আদালতকে সহযোগীতা করেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট (উপ-সচিব) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বলেন, মহাসড়কের পাশের অবৈধ স্থাপনাগুলোর ফলে প্রতিনিয়ত যানজট ও দুর্ঘটনা লেগেই আছে। তাই মহাসড়কের পাশে যাতে করে কোন ধরণের অবৈধ স্থাপনা না থাকে সে লক্ষ্যে অভিযান শুরু হয়েছে। গুড়িয়ে দেয়া হয়েছে প্রায় পাঁচশতাধিক স্থাপনা। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
হবিগঞ্জ প্রতিনিধি
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd