১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম দলগুলোর মঙ্গলবারের ডাকা হরতালেও চলবে এসএসসি পরীক্ষা। সোমবার দুপুরে ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মাহাবুবুর রহমান এ তথ্য জানিয়েছেন। পরীক্ষা হরতালের আওতামুক্ত থাকায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
তথ্যমতে, মঙ্গলবার এসএসসির জীববিজ্ঞান (তত্ত্বীয়) ও অর্থনীতি। মাদরাসার পৌরনীতি ও নাগরিকতা, কৃষিশিক্ষা, গার্হস্থ্য অর্থনীতি ও মানবিক ও উর্দু, ফার্সি এবং কম্পিউটার শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ঢাকা বোর্ড চেয়ারম্যান ড. মাহাবুবুর রহমান বলেন, পরীক্ষা হরতালের আওতামুক্ত থাকায় আগামীকাল মঙ্গলবারের পরীক্ষা যথাসময়ে আয়োজন করা হবে।
পরীক্ষা কেন্দ্রে আসতে পরীক্ষার্থীদের যাতে কোনো সমস্যা না হয় সে কারণে তিনি সবার কাছে সহযোগিতা কামনা করেছেন।
অন্যদিকে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ২৮ ফেব্রুয়ারি রাজধানীতে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা হরতাল ডেকেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
শুক্রবার দুপুরে এক বিবৃতিতে গ্যাসের মূল্য বৃদ্ধিকে গণবিরোধী উল্লেখ করে সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এবং বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান হরতালের ডাক দেন।
এ হরতালে সমর্থন দিয়েছে বিএনপি।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D