হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম গ্রেফতার

প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১, ২০১৬

হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম গ্রেফতার

jesmin০১ নভেম্বর ২০১৬. মঙ্গলবার: হলমার্কের চেয়ারম্যান জেসমিন ইসলামকে আজ মঙ্গলবার বিকাল ৩টার দিকে রাজধানীর বংশাল এলাকা থেকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন। সোনালী ব্যাংকের প্রায় ৮৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানসহ ১২ কর্মকর্তার বিরুদ্ধে মামলার পরই তাকে গ্রেফতার করা হয়।

আজ মতিঝিল থানায় দুদকের উপ-সহকারি পরিচালক জয়নাল আবেদীন বাদি হয়ে মামলাটি দায়ের করেন।দুদক পরিচালক মীর মোহাম্মদ জয়নুল আবেদিনের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেফতার করে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল