সিলেট ২রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০১৬
সিলেট জেলার পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকের (ইংরেজি) বেতন ভাতা পরিশোধের বিষয়ে হাই কোর্টের আদেশ অমান্য করায় সিলেটের পুলিশ কমিশনার কামরুল আহসানের বিরুদ্ধে রুল জারি করেছেন হাই কোর্ট। আদালত অবমানার দায়ে কেন কামরুল আহসান ও স্কুলের প্রধান শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে আদলত এ রুল জারি করেন। আগামী ২ সপ্তাহের মধ্যে বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়ছে। ২০১২ সালে এক সিভিল রিভিশন আবেদনের পরিপ্রেক্ষিতে হাই কোর্ট ওই শিক্ষককে ১৯৯৫ সাল থেকে তার পাওয়া সব বেতন ভাতা পরিশোধের আদেশ দেন। এ আদেশের বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষ লিভ টু আপিল করে পরাজিত হয় ২০১৫ সালের ৩১ আগস্ট। জানা গেছে, ১৯৯০ সালে ইংরেজি শিক্ষক হিসেবে জেলা পুলিশ লাইন স্কুলে যোগদান করেন শিক্ষক রাশেদুল করিম চৌধুরী। পরবর্তীতে ১৯৯৫ সালে তাঁকে বরখাস্ত করা হয়। ঐ বছরের আগস্ট মাসে চাকরিতে পুনর্বহালের প্রার্থনা করে সিলেটের সহকারী জজ আদালতে মামলা করেন শিক্ষক রাশেদুল করিম। ২০০২ সালের মে মাসে চাকরিতে বহাল ও তার বকেয়া বেতন ভাতা পরিশোধ করার রায় দেন সিলেটের সহকারী জজ আদালত। সেই রায়ের বিরুদ্ধে ওই বছরই স্কুল কর্তৃপক্ষ আপিল করলে শুনানি শেষে জেলা জজ স্কুল কর্তৃপক্ষের পক্ষে রায় ঘোষণা করেন। এ রায়ের বিরুদ্ধে হাই কোর্টে ভুক্তভোগী শিক্ষক রিভিশন আবেদন করেন ২০০৪ সালে। উক্ত আবেদনের শুনানি করে হাই কোর্ট শিক্ষকের পক্ষে রায় দেন। এ রায়ের বিরুদ্ধে আবার লিভ টু আপিল করেন স্কুল কর্তৃপক্ষ। কিন্তু তাদের আবেদনে খারিজ হয়। এরপর ২০১৫ সালের ৩০ আগস্ট হাইকোর্টের আদেশ (শিক্ষককে বেতন ভাতা পরিশোধ করার) অমান্য করায় আদালত অবমাননার আবেদন করেন শিক্ষক। সেই আবেদনের শুনানি করে আজ আদালত এ আদেশ দেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd